ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কক্সবাজারের টেকনাফ সীমান্তে একটি সফল অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ই’য়াবা উদ্ধার করেছে। মায়ানমার থেকে নদীপথে বাংলাদেশে পাচার হওয়ার সময় এই বিপুল পরিমাণ মা’দক উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি চালায়। ০৫ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটের দিকে নাফ নদীতে দুইজন ব্যক্তিকে সাঁতরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে বিজিবির নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা তাদের সাথে থাকা পোটলা নদীতে ফেলে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় দুটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানটি রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত চললেও কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এই অভিযানে অংশ নেওয়া সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিজিবি মা’দক চোরাচালানের বিরুদ্ধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।