আনিসুল ইসলাম, উখিয়া।
উখিয়া উপজেলা পরিষদের হল রুমে বুধবার সকাল ১১ টায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের Improving disability inclusion in the rohingya humanitarian response and host communities প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে এফডি-৭ নীতিমালা অনুসরণ করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সমূহ ও হোস্ট কমিউনিটিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে। বাস্তবতার নিরিখে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক বেসরকারী সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের প্রধানগন তাদের বক্তব্য তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার মনোযোগ দিয়ে সবার বক্তব্য শুনেন। প্রকল্পের সূচনা সভার ইউএনও তানভীর হোসেন বক্তব্যের এক পর্যায়ে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল এর প্রতিনিধিরা তাদের প্রকল্পের সূচনা সভায় প্রকল্পের বাজেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তুলে না ধরায় হ্যান্ডিক্যাপের প্রতিনিধিদের তিরস্কার করেন এবং এই ধরনের প্রকল্পের সূচনা সভায় অবশ্যই বাজেট ফ্রেমওয়ার্ক তুলে ধরার উপর গুরুত্ব তুলে ধরে আগামীতে যেকোনো প্রকল্পের সুচনা সভার শুরুতে বাজেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে বিস্তারিত প্রকাশ করার জন্য সতর্ক করেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রকল্পের পরিচিতি সবাই কেন ব্যানার ব্যবহার করা হয়নি জানতে চাইলে তার উত্তরে তারা প্লাস্টিক জাতীয় পণ্য এড়িয়ে চলার কথা জানান অথচ দুপুরে লাঞ্চের প্যাকেটে তাদের প্লাস্টিকের বোতল ব্যবহার চোখে পড়ে।
একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রকল্পের পরিচিতি সভায় এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণে বিস্ময় প্রকাশ করে উখিয়ার বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আয়াজ রবি বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সেখানে তিনি কোন মিডিয়া প্রতিনিধিকে না রাখায় এবং প্রকল্পের মোট বাজেট নিয়ে যৌক্তিক তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের শুভঙ্করের ফাঁকির কথা উল্লেখ করেন। তিনি একই সাথে রোহিঙ্গা কমিউনিটির জন্য কত পারসেন্ট বরাদ্দ ও হোস্ট কমিউনিটির জন্য কত পারসেন্ট বরাদ্দ দেওয়া হল কর্তৃপক্ষ তা জানাতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।