Ukhiya News Today

Ukhiya News Today

৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ / ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ / ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ

উখিয়ার কোটবাজারে এলিট ডেন্টাল কেয়ারের শুভ উদ্ভোদন | || শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি, অধ্যাপক হলেন ৯২২ জন || পিসিওএসের কারণে হতে পারে বন্ধ্যত্ব || ইতিহাস-কারিগরের কলমে প্রগতি সাহিত্য || পদার্থবিজ্ঞানের অমীমাংসিত সমস্যা || কৃষিযন্ত্রে ভর্তুকি থাকবে কি, জানতে চেয়ে চিঠি || জো বাইডেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক আজ || দায়সারা ভাবে উখিয়ায় Handicap International (HI) প্রকল্পের সুচনা  সভা! ইউএনও’র তিরস্কার | || মায়ানমার থেকে অবৈধ ভাবে আসা চোরাই গরুর বৈধতা দেয় যারা | || সরকারী বনভূমি দখলের শীর্ষে উখিয়ার চেয়ারম্যান জাহাঙ্গীর! || উখিয়ার জঙ্গি জুবায়ের ও সহযোগী জাহাঙ্গীর চৌধুরী অধরা || চামড়া ব্যবসায় এবার মৌসুমি ব্যবসায়ীরা হতাশ || ক্রমাগত লোকসানে থাকা সরকারি চিনিকলগুলোকে আবার ঘুরে দাঁড়াতে সরকারের সাথে যৌথ উদ্যোগ || বদি থেকে পলক সবার ফল খাওয়া খাইরু চৌধুরী’র বিরুদ্ধে মামলা || উখিয়ায় ড্রাইভারের ছেলে শত কোটি টাকার মালিক মাদক কারবারির কিং সেই ইউপি মেম্বার সালাহউদ্দিন || ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি || পরিবেশ রক্ষার উদ্যোগ: রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন || টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ই’য়াবা উদ্ধার || মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা || উখিয়ার আলোচিত ওপেন টাওয়ারের মালিক, শূন্য থেকে কোটিপতি সেই “মহিউদ্দিন” ||
চট্টগ্রাম রাজনীতি

বদি থেকে পলক সবার ফল খাওয়া খাইরু চৌধুরী’র বিরুদ্ধে মামলা

উখিয়া নিউজ টুডে।। বদি থেকে পলক সবার ফল খাওয়া সময়ের সাথে ভোল পাল্টানো লোক হিসেবে পরিচিত খাইরুল আলম চৌধুরী’র অপকর্মের বিরুদ্ধে অবশেষে রুখে দাঁড়াচ্ছেন ভুক্তভোগীরা।

অপহরণের পর পাহাড়ে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ এনে খাইরুল আলম চৌধুরীকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) এর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দায়ের করা এই মামলার বাদী রত্মাপালং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম।
মামলার বিবরণীতে বলা হয়, মোঃ আলম ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ভালুকিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থীর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যান।

কেন্দ্রে প্রবেশ করলে সেদিন আওয়ামী লীগের প্রার্থী বদির স্ত্রী শাহীন আক্তারকে জেতাতে ‘ভোট ডাকাতি’তে মরিয়া থাকা খাইরুল আলম চৌধুরীর হেনস্তা ও লাঞ্চনার শিকার হন মামলার বাদী।
পরে খায়রুল আলম চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা (অপরাপর আসামী) আলমকে জোরপূর্বক পার্শ্ববর্তী থিমছড়ি পাহাড়ে তুলে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন চালায়।

সেসময় কোনো রকম প্রাণে বাঁচলেও সরকারী চিকিৎসা সনদ না পাওয়ায় আলম নিতে পারেননি আইনি পদক্ষেপ।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান জানিয়েছেন, ” মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

মামলা প্রসঙ্গে জানতে চাইলে খাইরুল আলম চৌধুরী বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে দাবী করে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সাথে তিনি শুরু করেছিলেন রাজনৈতিক ক্যারিয়ার। তৎকালীন সময়ে উখিয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি পদ সামলানোর পাশাপাশি দলটি সরকারে থাকাকালীন তিনি ছিলেন প্রথম সারির দাপুটে নেতা।

গত উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগের প্রতাপশালী নেতা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর পক্ষে ভোট চাইতে গিয়ে “সরকার যেটি আসে আমাকে তার সাথে থাকতে হবে” প্রকাশ্যে এমন বক্তব্য দিয়ে তিনি নিজের দ্বিচারিতাকে জাহির করেছিলেন। এটা নিয়ে পুরো উখিয়ায় আলোচনা-সমালোচনা বয়ে গেছিল।

বিএনপি নেতা হইয়েও তিনি ক্ষমতার প্রভাব বিস্তার করতে বিএনপির সাথে বিচ্ছেদ ঘটিয়ে স্বৈরাচারী সরকারের শাসনামলে আওয়ামী লীগের রাজনীতিতে এই মানুষটির ভয়ংকর ক্ষমতার সাক্ষী হয়েছে পুরো উখিয়াবাসী। ইয়াবা মাফিয়া খ্যাত সাজাপ্রাপ্ত আসামী সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির আস্থাভাজন হয়ে দেখা গেছে বীরদর্পে ক্ষমতা চালিয়েছিলেন সর্বত্রে। এমন কি বদির বদৌলতে ইউপি চেয়ারম্যান হিসাবেও নির্বাচিত হয়েছেন তিনি ২০১৮ সালে।

গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন অপরাধে আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে গনহারে মামলা দায়ের করা হলেও এই উভয়মুখী নেতার বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি কাউকে। গত ৪ ই সেপ্টেম্বর প্রথমবারের মতো এই নেতার বিরুদ্ধে মামলা দায়ির করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *