মুজিববর্ষ উপলক্ষে উখিয়ায় শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন (৩৫) গৃহ প্রদান কর্মসূচী পালন

উখিয়া নিউজ টুডে।। কক্সবাজারের উখিয়ায় ” আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এর ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কর্মসূচী পালন করা হয়।
২৩ জানুয়ারি ২০২১ শনিবার,উখিয়া উপজেলা পরিষদের মুজিববর্ষ উপলক্ষে উখিয়ায় শেখ হাসিনা কর্তৃক ভূমিহীনদের (৩৫) গৃহ প্রদান কর্মসূচী অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য শাহীন আক্তার, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, অফিসার ইনচার্জ আহাম্মদ সন্জুর মোর্শেদ, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য জনাব কবি আদিল উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জনাব আবুল মনসুর চৌধুরী,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল আমিন চৌধুরী। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উদ্বোধনের পর পাঁচ ইউনিয়নের মোট ৩৫ টি পরিবারের কাছে নির্মিত ঘরসমূহের বন্দোবস্তের কবুলিয়ত ও খতিয়ান হস্থান্তর করা হয়,
অনুষ্ঠন সঞ্চালনা করেন শিক্ষক মেধু কুমার বড়ুয়া।