শিশুদের নোবেল পুরষ্কার খ্যাত বিশ্ব শিশু পুরস্কার (ডাব্লিউসিপি) পেতে পারেন বাংলাদেশের মোহাম্মাদ রেজোয়ান। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় কাজ করার জন্য এই পুরষ্কার দেওয়া হয়ে থাকে। এবার পুরষ্কার পাওয়ার দৌড়ে রেজোয়ানসহ তিন জন রয়েছেন। বাকী দু’জন হলেন কানাডার সিন্ডি ব্ল্যাকস্টক ও ভিয়েতনামের থিচ নু মিন বিশ্বব্যাপী লাখো শিশুদের ভোটে বিজয়ী নির্বাচিত করা হবে।