হুমায়ূন রশিদ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টেকনাফের মেধাবী ছাত্রী এবং ডুসাট সাবেক সভাপতি সানজিদা ইয়াসমিন বাংলাদেশ ছাত্রলীগের ৩০১জন সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে পাঠাগার সম্পাদক মনোনীত হয়েছেন। এই সুখবরে কলংকিত জনপদের আতংকিত মানুষের মধ্যে কিছুটা স্বস্থি ফিরেছে। বিভিন্ন মহল মেধাবী এই ছাত্রলীগ নেত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।

গতকাল ১৩জুলাই রাত সাড়ে ৯টারদিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০১সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত তালিকার ৯নং পৃষ্ঠার ১নাম্বারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত টেকনাফের সাবরাং ইউনিয়নের আচারবনিয়া গ্রামের বাসিন্দা ও জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাহ এবং সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার খতিজা বেগমের মেয়ে সানজিদা ইয়াসমিনকে পাঠাগার সম্পাদক মনোনীত করা হয়।

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *