ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া রেজা চৌধুরী।

রোববার (১৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই বিষয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয়বারের মত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করেছেন। এজন্য আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে শুকরিয়া আদায় করছি আমাদের ভরসার শেষ আশ্রয়স্থল মমতাময়ী নেত্রী শেখ হাসিনার প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহাম শীলা আপার প্রতি।’

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *