ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। কক্সবাজারের উখিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ক্যাম্প-৫ এ আজ রবিবার হতে রোহিঙ্গা স্কুলের শিক্ষকদের দাবা প্রক্ষিণ কর্মসূচী শুরু হয়েছে। এশিয়ান দাবা ফেডারেশনের আর্থিক পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং সাউথ এশিয়ান চেজ কাউন্সিল, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, ইউনিসেফ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়।

রোহিঙ্গা ক্যাম্পের স্কুলসমূহে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের দাবা খেলা শেখানের জন্য এ প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের মূল লক্ষ্য। আজ সকালে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সংযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আহসান হাবিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন, ফিদে ট্রেইনার ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ, ইউনিসেফের এডুকেশন অফিসার মো. তানভীর রহমান ভূঁইয়া, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট-এ ফোকাল মো. আবুল কাশেম মজুমদার ও জেএইচইউসিসিপি এর প্রোগ্রাম কোর্ডিনেটর মেহেদী কায়সার।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফের কমিউনিকেশন অফিসার আলম ফারভিস ও মো পাভলো এবং ইউনিসেফের স্পেশিয়াল ভিজিটর টিচার্স কলেজ সিলুম্বা ইউনিভার্সিটির ক্রিস হেন্ডারসন।

রোহিঙ্গা স্কুলের বিভিন্ন ক্যাম্পের ৩০ জন স্কুল শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ দিচ্ছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ ও ফিদে ট্রেইনার শওকত হোসেন পল্লব।

অংশগ্রহণকারী স্কুল শিক্ষকরা অত্যন্ত আগ্রহ সহকারে এ ইভেন্টে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী শিক্ষদের দাবা খেলা ও আইন-কানুন শেখার বিভিন্ন বই প্রদান করা হয়েছে। স্কুলের শিক্ষকদের আশা, রোহিঙ্গা স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আগ্রহ নিয়ে দাবা খেলা শিখবে এবং দাবা খেলে তারা আনন্দ লাভ করবে। একই সঙ্গে দাবা খেলার চর্চার মাধ্যমে তারা লেখাপড়ায় আরও মনোযোগী হবে। প্রশিক্ষণ শেষে ৩০ স্কুলের প্রত্যেকটি স্কুল ১০ সেট করে দাবা বোর্ড ঘুঁটি প্রদান করা হবে।

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *