টেকনাফ ডেস্ক/উখিয়া নিউজ টুডে।। টেকনাফের হ্নীলায় মাদ্রাসায় পড়–য়া এক মেয়ে শিশু শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে মাদ্রাসা কক্ষে ধর্ষণের পর খুন করে লাশ উলঙ্গ অবস্থায় নর্দমায় ফেলে দিয়েছে। র‌্যাব ঘাতককে আটক করে হত্যাকান্ডের আলামত উদ্ধারের পর পুলিশে সোর্পদ করেছে। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

২৮ জুলাই বিকাল ৪টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় নুরানী বিভিাগে ৩য় শ্রেণী পড়–য়া ফারিহা জান্নাত (৯) এর অপহরণে অভিযুক্ত মুফতি আলী আহমদের পুত্র মোঃ ইরফান (১৮) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। পরে ধৃত ব্যক্তির স্বীকারোক্তিতে উক্ত মাদ্রাসার নালায় মাদ্রাসা ছাত্রী ফারিহার মৃতদেহ পাওয়া যায়। বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করা হলে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে র‌্যাব-পুলিশের উপস্থিতিতে ঘাতক ইরফান মেয়ে শিশুর লুকিয়ে রাখা কাপড় উদ্ধার করে দেন। রাত সাড়ে ৯টারদিকে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়।

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *