উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের টিএনটি আশ্রয় গ্রামের বাসিন্দা মোগ্গুল আহামেদের পুত্র মোহাম্মদ ইউনুস রিক্সা চালক থেকে বনে গেছে কোটি টাকার মালিক। সম্প্রতি বৃহত্তর হিরোইন সহ আটকের পর জেল ফেরত আসামী সে। রয়েছে মাদকের অর্ধডজন মামলা। রিক্সা চালক থেকে হিরু বনে যাওয়া ইউনুসের রাত কাটে কক্সবাজারের অভিজাত হোটেলে নারী দিয়ে। কালো টাকায় একাধিক নারী তার রাত যাপনে সঙ্গী হয়। রয়েছে রোহিঙ্গা শিবির ভিত্তিক মাদকের শীর্ষ নেটওয়ার্ক। সে এলাকায় প্রসাশনের সোর্স পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছে। চলমান পাতা: ১