রতন কান্তি দে/উখিয়া নিউজ টুডে।। উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সুপার ভাইজার মীরা প্রভা ধর এর খুঁটিরজোর কোথায়?উক্ত অফিস কি গ্রাহকদের সেবা দেওয়ার জন্য না মানুষের সাথে দূ্রব্যবহার অসৌজন্যমূলক আচরণ করতে?এ জিজ্ঞাসা উখিয়ার গ্রাহক সহ সকলের।
তার রোষানলের শিকার ভুক্তভোগী অনেক গ্রাহকদের কয়েকজনের মধ্যে একজন কুতুপালং এর শিক্ষক রতন বড়ুয়া, অভিযোগ করেন গত কয়েক দিন আগে বিলিং সেকশনে গিয়ে তার মিটার ও বিল সম্পর্কে তথ্য জানতে যায়।এসময় প্রায় ১ টা বাজে।এক পযার্য়ে বিএস মীরা প্রভা ধর কোন কারণ ছাড়া হটাৎ উত্তেজিত হয়ে অফিস থেকে উপস্থিত সকল গ্রাহকদের বের হয়ে যেতে বলেন।চড়াও হয়ে দূরব্যবহার শুরু করেন। বের না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন।
এসময় উপস্থিত মাষ্টার রতন বড়ুয়া তাঁকে বলেন দিদি আপনি শান্ত হউন এখানে তো কোন কিছু হয়নি আপনি এধরনের আচরণ করছেন কেন? আমরা সবাই কাজ সেরে চলে যাব।তিনি কোন কথায় শুনতে চাচ্ছেন না। উত্তরে বলেন আপনাদের কোন কাজ থাকলে সকাল ১০টার মধ্যে আসবেন। একটার পর কোন সেবা পাবেননা। এর বাইরে কোন অভিযোগ থাকলে ডিজিএম কে বলেন আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে দেন কি হয় দেখি।রতন বড়ুয়া চরম অপদস্ত ও অপমানিত হয়ে এ ঘটনা টি এজিএম কে বলেন কারণ এ সময় ডিজিএম ছুটিতে ছিলেন। তার পরামর্শে তিনি একটি লিখিত অভিযোগ ও দেন।