জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এতে বক্তব্য রাখেন চকরিয়া- পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, হোটেল-মোটেল-গেস্টহাউজ মালিক সমিতির নেতৃবৃন্দ, টুয়াকের প্রতিনিধিসহ অন্যান্য সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুরুষ ও নারীদের বীচ ফুটবল, বীচ কাবাডি, ঘুড়ি উৎসব, সার্ফিং, বোট রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন উপলক্ষে কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।