বিশেষ প্রতিনিধি/উখিয়া নিউজ টুডে।। আদালতে মিথ্যা মামলা করায় ও কোর্টে মিথ্যা স্বাক্ষ্য দেওয়ায় উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন এর সোনাই ছড়ি গ্রামের কুখ্যাত ডাকাত, হত্যা মামলার আসামী আলী হোসেন, প্রকাশ ডাকাইত্যা আলী হোসেন জেলহাজতে। আজ সোমবার অতি. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।

জানা যায় ২০০২ সালে বৈদ্যুতিক শট সার্কিটে আলী হোসেন এর বাড়িতে আগুন লাগে কিন্তু তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে উখিয়া থানায় এলাকার কিছু নিরিহ মানুষকে জড়িয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন যাহার মামলা নং জি.আর.-৮৭/। সেই ২০০২ সাল থেকে মামলাটি বিচারাধীন ছিল এবং অত্র মামলার বাদী ২০০৫ সালে আদালতে হাজির হয়ে স্বাক্ষী প্রদান করেন। দীর্ঘ ২১ বৎসর পর সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন বাদী বুঝতে পারেন যে তার দায়ের করা মিথ্যা মামলা থেকে আসামীরা খালাস পেয়ে যাবে তখন তিনি আরো একটি মিথ্যার আশ্রয় নেয়। তিনি গত ২৮ আগষ্ট ২০২৩ তারিখ উক্ত আদালতে একটি আবেদন দাখিল করেন যে উক্ত বাদীর যে সাক্ষ্য আদালতে দেওয়া হয়েছে সেই সাক্ষ্য বাদী আলী হোসেন দেয় নি। উক্ত আবেদন শুনানির জন্য আদালত আর একটি তারিখ নির্ধারণ করেন কিন্তু ওই দিন বাদী তার আবেদনের পক্ষে কোন সাক্ষ্য প্রমাণ উত্থাপন করতে পারেন নি এবং এই বাদী আলী হোসেন কোর্টে সাক্ষ্য দেন আর তার স্বাক্ষর রয়েছে। ওই দিন আদালত বাদীকে মিথ্যা আবেদন দাখিল করায় আর আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করায় জবাব দাখিল করতে বলেন। কিন্তু বাদী কোন জবাব দাখিল করতে পারেনি আর আদালত মামলাটি রায়ের পর্যায়ে নিয়ে যায়। গত ০৫ সেপ্টেম্বর ২০২৩ আদালত মামলার রায় প্রকাশ করেন, সকল আসামীকে খালাস দেন আর বাদীকে ফো:কা: এর ৪৮৫ ধারা মতে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। আজ উক্ত রায়ের বিরুদ্ধে একই আদালতে বাদী আলী হোসেন আপিলের শর্তে জামিন এর আবেদন করলে আবেদন না মঞ্জুর করে আদালত আলী হোসেন কে জেল হাজতে পেরনের আদেশ প্রদান করেন।

উল্লেখ্য যে এই আলী হোসেন তার স্ত্রীর স্বাভাবিক একটি মৃত্যু কে পুজি করে এলাকার নিরিহ কিছু মানুষকে আসামী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছিল কিন্তু সেই মামলার স্বাক্ষর অস্বীকার করে সে একই বিষয়ে আদালতে আর একটি মামলা দায়ের করেন পরে আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে সকল আসামিকে খালাস প্রদান করেন।

মুলত আলী হোসেন একজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত এবং মামলাবাজ মানুষ। আদালতের এই রায়ে এলাকাবাসী ভীষণ সন্তুষ্টি প্রকাশ করেন।

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *