গফুর মিয়া চৌধুরী/উখিয়া নিউজ টুডে।। কক্সবাজারের উখিয়া স্বাস্হ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগীদের উপচে পড়া ভীড় দেখা দিয়েছে। বিশেষ করে চর্ম বা এলার্জি রোগীর সংখ্যা বাড়ছে দিন দিন। ভোর সকাল থেকে শত শত রোগীরা লাইনে দাঁড়িয়ে টিকেট নিচ্ছে। টিকেট কাউন্টারে নারী- পুরুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এনজিও সংস্হা কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবী কর্মীরা রোগীদের সু-শৃংখলভাবে লাইনে দাঁড় করিয়ে দিতে নিরলসভাবে কাজ করলে ও রোগীদের বিড়ম্বনা চোখে পড়ার মত।

তার পরেও রোগীরা লাইনচ্যুত হয়ে যায়। এতে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজ রোববার সকাল ১১টায় উখিয়া হাসপাতালে গেলে রোগীদের এমন দৃশ্যা দেখা যায়।
এ প্রতিবেদককে অসংখ্যা রোগীরা বলছেন, তাঁরা নিয়মিত হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডাক্তারের পরার্মশে চিকিৎসা পেয়ে বাড়ি ফিরছে।
রোগীরা আরো বলেন, কিছু কিছু ঔষুধ হাসপাতাল থেকে দিচ্ছে,কিছু ঔষুধ বাইর থেকে কিনতে হবে। দাতের চিকিৎসা নিতে আসা রোগী রাবেয়া বসরী,নুরী বেগম ও রাহেলা বেগম বলেন, দাঁতের ডাক্তারের কাছে এসেছি, ডাক্তার দেখাতে পেরেছি। এক প্রশ্নের জবাবে বলেন কোন সমস্যা নেই, ঔষুধ দিয়েছে। বাইরে থেকে একটি কিনতে লিখে দিয়েছে।
একাধিক রোগীর সাথে কথা বলে জানা যায়, চর্ম রোগ তথা এলার্জি রোগী শতকরা ৯০ ভাগ। তারা এলার্জি রোগের চিকিৎসার জন্য এসেছে।
এস টি দন্ত চিকিৎসক রাজীব নার্থ এই প্রতিবেদককে বলেন, প্রতিদিন ৪০-৫০ জন নারী – পুরুষ দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছি।
তবে হাসপাতালে এলার্জি রোগীর সংখ্যা ৮০ ভাগের বেশি। দাঁতের রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পেতে কোন সমস্যায় পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার রাজীব বলেন চেয়ার নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের নির্দেশে সার্ভে করে গেছে। চেয়ারের সমস্যা থাকবে না।

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *