অনলাইন ডেস্ক।। ভারতের মহারাষ্ট্রের নান্দেহতে একটি সরকারি হাসপাতালে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ৩১ জন রোগীর মৃত্যু হয়েছে। আর হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালটি পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় এমপি হেমান্ত পাটিল। সেখানে গিয়ে তিনি দেখতে পান হাসপাতালের একটি টয়লেট খুবই নোংরা অবস্থায় আছে। আর টয়লেটের এমন পরিস্থিতি দেখে সেই হাসপাতালের প্রধানকে দিয়েই এটি পরিষ্কার করিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ মঙ্গলবার ক্ষমতাসীন দল শিব সেনার এমপি হেমান্ত পাটিল প্রদেশের শঙ্করাও চাভান সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে নোংরা টয়লেটটি তাঁর চোখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালটির প্রধান (ডিন) শ্যামরাও ওয়াকোদেকে ধরেন এবং তাকেই এটি পরিষ্কার করতে বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ডিন শ্যামরাও ঝাড়ু দিয়ে টয়লেটটি পরিষ্কার করছেন আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন।

এদিকে অভিযোগ উঠেছে, হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ নেই। আর এসব জিনিসের অভাবের কারণে রোগীরা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন।

তবে ডিন শ্যামরাও অভিযোগগুলো অস্বীকার করছেন। তিনি বলেছেন, হাসপাতালে সবকিছু পর্যাপ্ত আছে। তিনি দাবি করেছেন, এত মানুষের মৃত্যু হয়েছে কারণ যারা চিকিৎসার জন্য এসেছিলেন তাদের অবস্থা ভালো ছিল না।

এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, ‘বিজেপি সরকার নিজেদের গুনগান প্রচারে হাজার হাজার কোটি টাকা খরচ করে, কিন্তু বাচ্চাদের ওষুধ কেনার টাকা থাকেনা।’ কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খড়গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ভারতের মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডা. দিলীপ মহিসকার বলেছেন, অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আজ মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে যাবেন মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ।

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *