ভ্রাম্যমান প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসওর দুই সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ও বুধবার (৪ অক্টোবর) ভোরে দু’দফায় এ সংঘর্ষ ঘটে বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল ও ৮ এপিবিএনের অধিনায়ক আমির জাফর।

ক্যাম্প সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ক্যাম্প-৮ ডব্লিউ এলাকায় সন্ত্রাসী গ্রুপ আরএসও ও আরসার মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আরএসওর ছুড়া গুলিতে আরসা গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ওরফে ইউসুফ গুলিবিদ্ধ হয়। পরে তাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন-১৪ এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন, আধিপত্য বিস্তারের জেরে দু’গ্রুপের সংঘর্ষ হয়। সেখানে চাকমাইয়া ইউসুফ নামে একজন নিহত হন। তিনি ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা আছে।

এদিকে ওই ঘটনার জেরে বুধবার ভোর সাড়ে ৬টায় ক্যাম্প-১৫ এলাকার ডি/৪ ও ডি/১৩ ব্লকে আরসা ও আরএসও গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ হয়। এ সময় আরসা সন্ত্রাসীরা আরাফাত হোসেন নামে এক রোহিঙ্গাকে তুলে নিয়ে ডি/৪ ব্লকের রাস্তায় জবাই করে হত্যা করে পালিয়ে যায়। তিনি ওই ক্যাম্পের ডি/১৩ ব্লকের ইমান হোসেনের ছেলে।

৮-এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, খবর পেয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *