উখিয়া নিউজ টুডে।। কক্সবাজারের উখিয়ায় ফার্মেসিতে ঢুকে পড়া একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে সাপটি কুরখালী খালের পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়।
এর আগে, গতকাল রাতে জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার আবুল কাশেমের ফার্মেসি থেকে সাপটি উদ্ধার করা হয়।
সাপ উদ্ধারকারী আমির মোহাম্মদ শাহজাহান বলেন, সাপটি ফার্মেসিতে ঢুকে পড়লে ঔষধ কোম্পানির কর্মকর্তা আমান উল্লাহ মুঠোফোনে আমাকে বিষয়টি জানান। পরে কৌশলে সাপটি উদ্ধার করে বস্তাবন্দী করে রাখি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা ও শামলাপুর বিট কর্মকর্তার সহযোগিতায় সাপটি কুরখালী খালের পাহাড়ি জঙ্গলে অবমুক্ত করা হয়।
শামলাপুর বন বিট কর্মকর্তা সোহেল রানা বলেন, উদ্ধার হওয়া সাপটি বিরল প্রজাতির কিং কোবরা জাতের। কিং কোবরা সাধারণত ১৮ থেকে ২০ ফুট লম্বা হলেও এটা ছিল বাচ্চা সাপ। এটি মারাত্মক বিষধর সাপ।
তিনি আরও বলেন, কিং কোবরা বিষধর হলেও এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সাপটি গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।