ওসি বললেন: এক ইঞ্চি জায়গা জবর-দখল করলেও ছাড় দেওয়া হবে না

গফুর মিয়া চৌধুরী/উখিয়া নিউজ টুডে।। কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শেখ মোহাম্মদ আলী শারিরীক প্রতিবন্ধী অসহায় রফিকের শেষ সম্বল উদ্ধার করতে কঠোর অবস্হানে গেলেন।

দেখালেন মানবিকতার দৃষ্টান্ত। সমাজের হত- দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষ তো এটাই চায়। এর চেয়ে মজলুম মানুষের চাওয়া – পাওয়ার আর কিছু নেই।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় থানার ওসি’র কার্যালয়ে প্রতিবন্ধী রফিক হাজির হয়ে অভিযোগ করে জানান, ভুমিদস্যু ও প্রভাবশালী গোলাম আকবর নামের এক ব্যক্তি তাঁর পরিবারের উপর সব সময় মানুষ লেলিয়ে দিয়ে নির্যাতন, হত্যার হুমকি- দিয়ে ও বেআইনী জনতা গঠন করে একমাত্র মাঁথার গোঁজার টাই কেড়ে নিয়ে জবর দখল করার ঘটনা বর্ণানা দিতে গিয়ে প্রতিবন্ধী রফিক হাউ মাউ করে কাঁন্নায় ভেঙ্গে পড়েন।
এ সময় ওসি কার্যালয়ে দুই সিনিয়র সাংবাদিক উপস্হিত ছিলেন।
এক পর্যায়ে আমি শারীরিক প্রতিবন্ধী রফিকের বিষয়টি ওসি সাহেবকে উপস্হাপন করলাম।
একই সাথে গত রোববার ঘটনাস্হল রফিকের পৈত্রিক বসতভিটা ভালুকিয়া পালং হারুফকির পাড়া থেকে ফিরে এসে গণমাধ্যম, অন-পোর্টালসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ করার কথা ও জানালাম। ওসি জনাব শেখ মোহাম্মদ আলী ঘটনার বিস্তারিত জেনে শুনে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই সাইফুল ইসলামকে কড়া নির্দেশ প্রদান করেন।
ওসি সাংবাদিকসহ প্রতিবন্ধী রফিককে আশ্বস্হ করে বলেন, অন্যায়কারী যে হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
জবর দখলকারী ভুমিদস্যু গোলাম আকবরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে।
তিঁনি আরো বলেন, প্রতিবন্ধী রফিকের এক ইঞ্চি জায়গা জবর দখল বা কেড়ে নিলে বরদাস্ত করা হবে না।
ধন্যবাদ অফিসার ইনচার্জ উখিয়া থানা।
ধন্যবাদ মানবিক পুলিশ অফিসার শেখ মোহাম্মদ আলী।
আপনি পুলিশ সমাজের সততা ও মানবিকতার এক বড় দৃষ্টান্ত।
আপনাকে উখিয়াবাসী কোন দিন ভুলবে না। ভুলার কথা নয়।
মহান আল্লার কাছে আপনার সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *