নিজস্ব প্রতিবেদক:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নস্থ জলপাইতলী ১নং ওয়ার্ডের তদরিদ্র বাসিন্দা
আবদুল হোসেন রুবেল ‘র ৭ মাস বয়সী শিশুকন্যা জাইমা জন্মের পর থেকেই জটিল রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে! সুস্থতার লক্ষে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ শিশু কন্যার চিকিৎসা সেবা দিতে গিয়ে হতভাগা পিতা গাড়ী শ্রমিক রুবেল এর উপার্জিত অর্থ ও পরিবারের থাকা সহায়-সম্পদ বলতে আর কিছুই নেই। বর্তমানে চিকিৎসা সেবা চলছে আত্বীয়-সজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রদেয় অর্থে।
পুরোপুরি সুস্থ্য করে তুলতে প্রায় ২ লক্ষাধিক টাকার প্রয়োজন। এত মোটাংকের টাকা জাইমার পিতার নাই। ফলে টাকার রুবেলের কন্যা চিকিৎসা বঞ্চিত হয়ে মারা যেতে পারে। এমন শংকায় নিরুপায় হয়ে চিকিৎসা সহায়তায় সকলের নিকট আর্জি জানিয়ে আসছিল হতভাগা পরিবারটি।
পরিবারটির এমন করুন পরিস্থিতিতে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ধারাবাহিকতায় জাইমার চিকিৎসা সেবার সহায়তায় এগিয়ে এসে ১০ হাজার টাকা প্রদান করেন ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মানবিক নেতা এম.ছৈয়দুল বশর। তিনি পরিবারটির পাশে থাকবেন বলে আশস্থ করেন।