অনুসন্ধানী প্রতিবেদন।

উখিয়ার উসমান সরওয়ারের অবৈধ আয়ের উৎস অনুসন্ধানে দুর্ণীতি দমন কমিশন (দুদক) এর উদ্বেগ না থাকায় অবৈধ কোটিপতির সংখ্যা বাড়ছে। এছাড়াও নুন আনতে যার পান্তা ফুরাত সে কি-না অল্প দিনেই কোটিপতির তালিকায় নাম তুলেছে। এ নিয়ে দুদকের তদন্ত কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। যদিও শেখ হাসিনা সরকারে দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আইন বাস্তবায়ন হলেও কক্সবাজারের উখিয়ার দুর্ণীতিবাজ পিয়ন, অফিস সহকারী থেকে শুরু করে সবাই দিনের পর দিন কাঁড়ি কাঁড়ি টাকা কামাচ্ছে। এদের গাঁয়ে আচঁড় না লাগায় জ্যামিতিক হারে কোটিপতির সংখ্যা দিন দিন বেড়ে চলছে।

উখিয়ার উসমান সরওয়ার বনবিভাগের জায়গায় বহুতল ভবন নির্মাণের রহস্য নিয়ে আগামীকাল বিশেষ প্রতিবেদন প্রকাশিত হবে।

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *