নিজস্ব প্রতিবেদক/উখিয়া নিউজ টুডে।। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি অবৈধ সমিল গুড়িয়ে দিয়েছে বনবিভাগ।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার ভুমি সালেহ আহমেদ ও রেঞ্জ অফিসার গাজী মু.শফিউল আলম।
অভিযান কালে দুটি স’মিল মঞ্চ গুড়িয়ে করাতসহ বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্ধ করা হয়েছে। করাতকলের মালিকদের বিরুদ্ধে মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
এসময় বনবিভাগের জমি দখলমুক্ত করতে স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেন জানান, রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলম।
অভিযানে সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন রাজু, থাইংখালি বিট কর্মকর্তা বিকাশ দাশ, ওয়ালা বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।