কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা মাষ্টারকে প্রথমে অপহরণ ও পরবর্তীতে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। গতোকাল (৪ জানুয়ারী ২০২৩) রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হত্যাকান্ড সংগঠিত হয়।
উখিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প -৪ এক্সটেনশনের বাসিন্দা মোহামদ রফিকের পুত্র মাস্টার ফয়সালকে কিছু অজ্ঞাত সন্ত্রাসী মুখ বেঁধে অপহরণ করে প্রথমে ক্যাম্প-১৮ এর দিকে নিয়ে যায় পরে সেখান থেকে তাকে ক্যাম্প-৪ এর ডি/৮ নং ব্লকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। নিহত রোহিঙ্গার এফসিএন নং -৩০১২৩৩ এবং সে ক্যাম্প- এর ব্লক-সি/২ এর বাসিন্দা।
পরে সাধারণ রোহিঙ্গারা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ সুত্র বলছে, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
এব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।