Ukhiya News Today

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনামঃ

উখিয়ায় মসজিদের মিম্বর ঘেষে ময়লার ভাগাড় || উখিয়ায় হলদিয়া পাতাবাড়ি মডেল হাইস্কুল পরিদর্শনে – শিক্ষা অফিসার। || ৭৯ নাবিকসহ বাংলাদেশের দুই জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড || বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা ভারতের || উখিয়ায় হলদিয়া পাতাবাড়ি মডেল হাইস্কুল পরিদর্শনে – শিক্ষা অফিসার | || উখিয়া ভালুকিয়াতে অগ্নিকাণ্ড চালিয়ে মামলার পায়তারা চালাচ্ছে বাবুল মিয়া! || উখিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হলেন আলমগীর কবির || কক্সবাজারে ৬টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক || আসাদের বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট, এ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি || বাসর থেকে ৩ লাখ টাকা নিয়ে উধাও মহিলা লীগ নেত্রী || আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণিল অভিষেক || ভারতকে কাঁদিয়ে টানা দ্বিতীয় শিরোপা বাংলাদেশের || পর্যটনের অপার সম্ভাবনা সাগরকন্যা কুতুবদিয়া || যোগদানের প্রথম দিন কক্সবাজারের ৪ থানার ওসিকে প্রত্যাহার করলেন এসপি || চকরিয়ায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ১ || তিনদিনেও নিখোঁজ স্কুলশিক্ষকের হদিস নেই, মুক্তিপণ দাবি || মহেশখালীঃ দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ || টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষক অপহরণ, আটক ১ || একশনএইড বাংলাদেশে নিয়োগ, কর্মস্থল কক্সবাজারের উখিয়া || রামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার ||

অনিরাপদ ঘুমধুমের টিভি টাওয়ার গরুর হাট, ছুরিকাঘাতে মৃত্যুশয্যায় কলেজ শিক্ষার্থী,টাকা লুট

কক্সবাজার-টেকনাফ মহাসড়ক লাগোয়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের টিভি টাওয়ার গরুর হাটে প্রতিনিয়তই ঘটছে অপ্রীতিকর ঘটনা।

হাট নিয়ন্ত্রণ করা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে এক কলেজ শিক্ষার্থী।

আহত যুবক উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিজ (২২) বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৪ জুন) বিকেলে হাটের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে, এসময় লুট করা হয় আজিজের হাতে থাকা গরু বিক্রির প্রায় ৩ লক্ষ টাকা।

আজিজের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পারিবারিক ব্যবসার কারণে আজিজ ঐ হাটে গেলে এক চা দোকানীর সাথে তার বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে হাটের ইজারার রশিদ দিতে নিয়োজিত কর্মচারী ও হাটের দোকানীরা সহ সংঘবদ্ধ হয়ে ৫/৬ জন হামলা চালিয়ে পেছন থেকে ছুরিকাঘাত করলে আজিজের রক্তক্ষরণ হতে থাকে।

পরে স্থানীয়রা উদ্ধার করে আজিজকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে প্রেরণ করেন।

এঘটনায় অভিযুক্ত তুমব্রু এলাকার বাসিন্দা শফিউল্লাহ (৩৮) ও তার ছেলে হাবিব (১৯) কে আটক করেছে পুলিশ।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ” এঘটনায় মামলা দায়ের করা হয়েছে, আদালত আটকদের কারাগারে প্রেরণ করেছে।”

সাধারণ ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, কোরবানিকে কেন্দ্র করে বসা এই হাটের ইজারাদারের যোগসাজশে তাঁর নিয়ন্ত্রিত সন্ত্রাসীরা প্রতিনিয়তই ছিনতাই সহ হামলার ঘটনা ঘটাচ্ছে, হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা।

হাটের পাশে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোর অবস্থান, এখানকার অধিকাংশ ক্রেতারাই রোহিঙ্গা।

এছাড়াও অভিযোগ আছে রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা গরু-মহিষ উচ্চমূল্যে বিক্রি হচ্ছে এই হাটে।

ইজারাদার ছৈয়দুল বশরের মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ না পাওয়ায় মন্তব্য মেলেনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, ” আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে প্রশাসন করণীয় পদক্ষেপ নিবে, ইজারাদারকে সতর্ক করা হয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে।”

আহত মোহাম্মদ আজিজ, এখনো আশংকামুক্ত নয় এবং তার ফুসফুসে ক্ষতিসাধন হয়েছে জানিয়ে আজিজের মা – ছেলের উপর হামলাকারীদের কঠোর শাস্তি দাবী করেছেন।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *