নিজস্ব প্রতিবেদক।
উখিয়ার কুতুপালংয়ের গৃহবধূ রোকসানা আক্তার মুন্নী (৩১) কে হত্যা চেষ্টা মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী কফিল উদ্দিন অবশেষে উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫ টার সময় উখিয়া সদরের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত সন্ত্রাসী কফিল উদ্দিন কুতুপালং গ্রামের সৌদি প্রবাসি জালাল আহমেদের ছেলে বলে জানাগেছে।
জানাযায়, উখিয়া কুতুপালংয়ের আলা উদ্দিনের স্ত্রী গৃহবধূ রোকসানা আক্তারের ঘরে জোরপূর্বক প্রবেশ করে স্থানীয় কতিপয় সন্ত্রাসী কফিল উদ্দিন, সালা উদ্দিন, মোহাম্মদ জুনাইয়েত সহ অপরাপর সহযোগীরা শ্লীলতাহানি, ভয়ভীতি, লুটপাট, ভাংচুর ও হামলা চালিয়ে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনা নিয়ে গৃহবধূ রোকসানা আক্তার মুন্নী বাদী হয়ে গত ১৩ মে ২০২৪ ইং তারিখে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। এ প্রেক্ষিতে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসী কফিল উদ্দিনকে আটক করে। গৃহবধূ রোকসানা আক্তার জানান, পুলিশি তৎপরতা জোরদার হলে সন্ত্রসী কর্মকান্ড হ্রাস পাওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এছাড়া উখিয়া থানা পুলিশ টিমকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আত্নগোপনে থাকা যে সব সন্ত্রাসী রয়েছে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে উখিয়া থানার ওসি তদন্ত মো শামীম হোসেন বলেন, পুলিশ ইতিমধ্যে আটককৃত সন্ত্রাসীকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। সন্ত্রাসী কফিল উদ্দিনের অপরাপর সহযোগীদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।