Ukhiya News Today

১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনামঃ

টেকনাফ সীমান্তের ওপারে ফের বিস্ফোরণ: কেঁপে উঠল এপার || “বদরের প্রান্তরে ইসলামের বিজয় বিশ্বব্যাপী ইসলাম চেতনা কে শাণিত করেছিল” রাজাপালং ইউনিয়ন ইফতার মাহফিলে জেলা আমীর আনোয়ারী || কেন বিএনপির পদ হারালেন উখিয়ার তরুণ দুই নেতা? || ঘণ্টায় ভিক্ষুকের ইনকাম ১২ হাজার টাকারও বেশি || রোহিঙ্গা ভোটার শনাক্তে জাতিসংঘের দারস্থ হচ্ছে ইসি || উখিয়ার একঝাঁক তরুণ সংবাদকর্মীদের ইফতার আয়োজন | || উখিয়ায় সিএনজি লাইন দখলে নিতে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ! আইনশৃঙ্খলার অবনতি | || ৬ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ || কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে কারামুক্ত করবো, সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী || ইফতারে এসে এক রোহিঙ্গার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক || চাটগাঁ’র ‘ইউনূস’ – কক্সবাজারের সব কর্মসূচিতে প্রধান উপদেষ্টা’র কন্ঠে আঞ্চলিক ভাষা || জাতিসংঘ মহাসচিবের ইফতারে যেতে পদপিষ্ট হয়ে রোহিঙ্গার মৃত্যু || কক্সবাজার জেলায় এ বছর ফিতরাহ সর্বনিম্ন ৮৫, সর্বোচ্চ ২,০০০ টাকা || রাখাইনে ‘সেইফ জোন’ চায় রোহিঙ্গারা, জাতিসংঘের কাছে আরটুপি’র প্রত্যাশা || উখিয়ার গহীন পাহাড়ে `রক্তবমিতে` বন্যহাতির মৃত্যু || রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে” || মেরিন ড্রাইভ নিয়ে এক অকথিত ইতিহাস || নবরূপে কোনো ফ্যাসিবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নিবেনা: মুহাম্মদ শাহজাহান || উখিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা || বাংলাদেশী শাশুড় নিয়ে বরর্মাইয়া মানূরের ইয়াবা বানিজ্য! ||

সাংবাদিকদের যে আহ্বান জানালেন তথ্যমন্ত্রী।

জাতীয় ডেস্ক।। রাজনৈতিক অপরাধ ও বিত্ত-বৈভব প্রদর্শনীর কলুষতা থেকে সমাজ রক্ষায় কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২৩ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর ৪০ বছরপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, আমাদের দেশে এখন তাড়াতাড়ি বড়লোক হওয়ার প্রবণতা। যত দিন যাচ্ছে তত এই প্রতিযোগিতা বাড়ছে। এর পেছনে ‘ডেমোনেস্ট্রেশন অব ওয়েলথ’ বা বিত্ত-বৈভব প্রদর্শনীর মতো মনস্তাত্ত্বিক বিষয়, যেমন–আমার এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি -সেটিকে ‘ডেমোনেস্ট্রেট’ করা, এটি সমাজকে কলুষিত করছে, অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে। এবং সেই প্রতিযোগিতায় নানাভাবে অর্থ উপার্জন করতে গিয়ে মানুষ অর্থনৈতিক ও সামাজিক অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে। অন্যায্যভাবে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, মুনাফা লুটছে, যা পুরো সমাজ ও রাষ্ট্রকে কলুষিত করছে। রাষ্ট্রের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে তিনি বলেন, এটি যেন না হয় সে জন্য এর বিরুদ্ধে আপনারা সাংবাদিকরা লিখবেন।

সামাজিক অপরাধের পাশাপাশি কিছু ক্ষেত্রে রাজনৈতিক অপরাধও বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে রাজনীতির নামে মানুষ পোড়ানো, মানুষের সহায়-সম্পত্তিতে আগুন দেওয়া পৃথিবীর কোথাও ঘটেছে কিনা আমি জানি না। কোনও জায়গায় কমিটি নিয়ে বিরোধ হলে রাস্তা বন্ধ করে দেওয়া কি সমীচীন? কমিটি পছন্দ হলো না বিশ্ববিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দিলো, এটি কি সমীচীন? এগুলো কোনোভাবেই সমীচীন নয়।

তথ্যমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন নরসিংদীতে বিএনপির একজন শীর্ষ নেতা মামলায় হাজিরা দিতে গেছেন, তার দলের নেতারাই তার ওপর হামলা পরিচালনা করছে, তার গাড়ি ভাঙচুর করেছে। রাজনীতির নামে এভাবে মানুষ পোড়ানো, সম্পত্তিতে আগুন দেওয়া কিংবা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অপরের ওপর আক্রমণ পরিচালনা করা, এগুলো রাজনৈতিক অপরাধ।

এসব অপরাধের বিরুদ্ধেও লেখা প্রয়োজন। তাহলে ক্রাইম রিপোর্টারদের ভূমিকা আরও শানিত হবে এবং দেশ, সমাজ, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে উল্লেখ করে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হলেও যেটি সঠিক সেটি বলতে হবে। তাহলে সমাজ সঠিক পথে হাঁটবে। ক্রাইম রিপোর্টারদের অনেকেই নানা সমস্যার সম্মুখীন হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এরপরও তারা পিছপা হননি। যারা অতীতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন, এখনও করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

হাছান মাহমুদ বলেন, আমি যখন এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম না, তখনও আপনাদের পাশে ছিলাম, যখন মন্ত্রী থাকবো না তখনও আপনাদের পাশে থাকবো। আমি কখনও কোনও সাংবাদিক বা কোনও সাংবাদিক সংগঠনকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি না।

অপরাধ বিষয়ক সাংবাদিকতার প্রশংসা করে মন্ত্রী হাছান বলেন, আপনাদের নানা অনুসন্ধানী রিপোর্টের কারণে অনেক অপরাধ, যেমন- মাদক বিস্তার, জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে রাষ্ট্রের সুবিধা হয়। আপনারা রিপোর্ট করলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সরকারের পক্ষে সুবিধা হয়।

সেই সঙ্গে তিনি বলেন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ৪০ বছর ধরে ঐক্যবদ্ধ আছে, এটিই বড় আশার বিষয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেমন বিভক্ত হয়নি, আমি আশা করবো আপনারাও ঐক্যবদ্ধ থাকবেন। রাজনৈতিক মতাদর্শ থাকবে, পছন্দ-অপছন্দ থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে বিভক্ত হওয়া মোটেই সমীচীন নয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, মিজান মালিক ও আবুল হোসেন, ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। ক্র্যাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে মন্ত্রীর সঙ্গে কেক কাটায়ও অংশ নেন তারা।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *