Ukhiya News Today

১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনামঃ

টেকনাফ সীমান্তের ওপারে ফের বিস্ফোরণ: কেঁপে উঠল এপার || “বদরের প্রান্তরে ইসলামের বিজয় বিশ্বব্যাপী ইসলাম চেতনা কে শাণিত করেছিল” রাজাপালং ইউনিয়ন ইফতার মাহফিলে জেলা আমীর আনোয়ারী || কেন বিএনপির পদ হারালেন উখিয়ার তরুণ দুই নেতা? || ঘণ্টায় ভিক্ষুকের ইনকাম ১২ হাজার টাকারও বেশি || রোহিঙ্গা ভোটার শনাক্তে জাতিসংঘের দারস্থ হচ্ছে ইসি || উখিয়ার একঝাঁক তরুণ সংবাদকর্মীদের ইফতার আয়োজন | || উখিয়ায় সিএনজি লাইন দখলে নিতে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ! আইনশৃঙ্খলার অবনতি | || ৬ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ || কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে কারামুক্ত করবো, সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী || ইফতারে এসে এক রোহিঙ্গার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক || চাটগাঁ’র ‘ইউনূস’ – কক্সবাজারের সব কর্মসূচিতে প্রধান উপদেষ্টা’র কন্ঠে আঞ্চলিক ভাষা || জাতিসংঘ মহাসচিবের ইফতারে যেতে পদপিষ্ট হয়ে রোহিঙ্গার মৃত্যু || কক্সবাজার জেলায় এ বছর ফিতরাহ সর্বনিম্ন ৮৫, সর্বোচ্চ ২,০০০ টাকা || রাখাইনে ‘সেইফ জোন’ চায় রোহিঙ্গারা, জাতিসংঘের কাছে আরটুপি’র প্রত্যাশা || উখিয়ার গহীন পাহাড়ে `রক্তবমিতে` বন্যহাতির মৃত্যু || রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল “আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে হবে” || মেরিন ড্রাইভ নিয়ে এক অকথিত ইতিহাস || নবরূপে কোনো ফ্যাসিবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নিবেনা: মুহাম্মদ শাহজাহান || উখিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা || বাংলাদেশী শাশুড় নিয়ে বরর্মাইয়া মানূরের ইয়াবা বানিজ্য! ||

রেল স্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্লোগান ভেসে বেড়ানোর দোষে বৈদ্যুতিক বিভাগে দায়িত্বরত ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেইসঙ্গে কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ঘটনাটি ‘অন্তর্ঘাতমূলক’ কি না, সেটা খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে বলা হয়, গত ২৬ অক্টোবর ভোরে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেইটের ওপরে স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানার পর ওই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়।
উল্লেখ্য, চুক্তিপত্র নং-২১২.০৭.৪৪৮.২০/৮৪৪ ২ আগস্ট অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদী ইঞ্জিনিয়ারিং, ১৫৯, দক্ষিণ কমলাপুর রোড, মতিঝিল ঢাকা কর্তৃক নিয়োজিত সাইন ম্যাটেরিয়াল, ৪১/৫ পুরানা পল্টন, কালভার্ট রোড, ঢাকা ১০০০-এর মাধ্যমে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডনগুলো স্থাপন করা হয়েছিল।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উক্ত ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।’
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন শনিবার কমলাপুর রেল স্টেশনের প্রবেশ পথে বসানো ‘ডিসপ্লে বোর্ডে’ ভোর ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৮ মিনিট পর্যন্ত প্রায় দু’মিনিট ধরে ভেসে ছিল সেই স্লোগান। তারা জানান, ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহভাজন তিনজনকে শনাক্ত করা হয়েছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ঘটনার পর বৈদ্যুতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইন-চার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে, রেলওয়ে বিভাগের একজন নিরাপত্তা কর্মীকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে।’
ঘটনা তদন্ত করার জন্য বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে ৪-সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রেলওয়ে পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।’

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *