Ukhiya News Today

৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ / ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ

বদির মাদক সাম্রাজ্যের উস্তাদ কারাগারে, সেনাপতি জাহাঙ্গীর এখনো লাপাত্তা || শাহপরীর দ্বীপ জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে জেলা আমীর আনোয়ারী || যেভাবে তৈরি হয়েছিল মুসলমানদের প্রথম কিবলা ‘আল-আকসা’ || ফের ৯ কৃষক অপহরণ টেকনাফে! || ইলেকশন করবেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী – ভাই এড.শাহজালাল চৌধুরীর ঘোষণা || মানুষের কথা ভেবে উখিয়া ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছি – প্রতিষ্ঠাতা শাহজাহান চৌধুরী || উখিয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে জমি দখল নিয়েছে মাওলানা ওবায়দুল্লাহ হামযা। || পাঠ্যবইয়ে যে পাঁচটি পরিবর্তন আসছে || জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতার আগুন, ভাঙচুর || রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে বসতঘরসহ ১৮টি দোকান পুড়ে ছাই || উখিয়ার প্রথম নারী এসিল্যান্ড যারীন তাসনিম তাসিন || বাতিল হতে পারে ৯টা থেকে ৫টার অফিস সময় || রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সম্পর্কের ফাটল ধরলো বিএনপির? || দালাল নিয়ন্ত্রিত উখিয়া ভূমি অফিস, ঘুষ ছাড়া কাজ হয় না || দুদকের মামলায় চট্টগ্রাম আদালতে আলোচিত আওয়ামী সাংসদ “বদি” পর্যাপ্ত নিরাপত্তা || ছাত্র-জনতার আন্দোলনে সাকিবের বাবার নেতৃত্বে মাগুরায় ২ হত্যাকাণ্ড || রেল স্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, কর্মকর্তা বরখাস্ত || পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি || দুদকের মামলায় চট্টগ্রাম আদালতে আলোচিত সাবেক সাংসদ “বদি” পর্যাপ্ত নিরাপত্তা || স্কুল দপ্তরীর আত্মহত্যা: চিরকুটে লিখে গেলেন “চাকরিই দায়ী” ||

দুদকের মামলায় চট্টগ্রাম আদালতে আলোচিত আওয়ামী সাংসদ “বদি” পর্যাপ্ত নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১৭ বছর আগের অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তাকে তোলা হয়। এদিন দুজন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করেন আদালত। প্রায় আধঘণ্টা ধরে চলে এ সাক্ষ্যগ্রহণ।
সাক্ষ্যদাতা দুজন হলেন—ইসলামী ব্যাংক টেকনাফ শাখার সাবেক ম্যানেজার এবং ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার তৎকালীন অফিসার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি সিভয়েস২৪’কে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ দুপুরে টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে আদালতে হাজির করা হয়। আজ দুজন ব্যাংক কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। এরপর পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে আবার তাকে কারাগারে নেওয়া হয়।’
দুদক সূত্র জানায়, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরের বছর তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার সময় আবদুর রহমান বদি টেকনাফ পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন।
পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়।
২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। বিচারের এই আদেশের বিরুদ্ধে বদি হাইকোর্টে যান। ২০২২ সালের জানুয়ারি মাসে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। পরে একইবছরের ২২ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু।
চলতি বছরের ২৪ আগস্ট রাতে নগরের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। সরকার পতনের পর টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *