ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। উখিয়ায় আওয়ামী নেতাদের প্রভাব কাটিয়ে ওয়ারিশদের অগোচরে জমি দখল করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করেন। ২০১২ সালে আলোচিত সমালোচিত পটিয়া কওমী মাদ্রাসার সাবেক সুপার মাওলানা ওবায়দুল্লাহ হামজা।
তথ্য সূত্রে ২০০৯ সালে প্রতিষ্ঠানের জন্য স্হান বিবেচনা করে উখিয়ার শিকদার বিল গ্রামে জমি কেনার সুবাদে ২০১২ সালে এসে ঐ জায়গার বিভিন্ন ওয়ারিশদের অগোচরে প্রায় ৩৫ শতকের বেশি জায়গা দখলে নিয়ে “মাদরাসাতুন নূর – উখিয়া ” নামে প্রতিষ্ঠান স্হাপন করতে স্হানীয় আওয়ামী লীগ নেতা ফরিদ কন্ট্রাক্টর সহ অনেকের সহযোগিতায় বিশাল বাউন্ডারি দিয়ে স্থাপনা শুরু করলেও আওয়ামী নেতাদের প্রভাবের কারণে ওয়ারিশগণ অসহায় হয়ে পড়েন। যদিও বিশাল সম্পত্তির একটা অংশ থেকে ওয়ারিশ গণ বন্ছিত হয়েছিল।
গত ৫জুলাই ছাত্র বৈষম্য আন্দোলনের পর ওয়ারিশ একটি অংশ গত ১৪ সেপ্টেম্বর/২০২৪ তারিখে কক্সবাজার আদালতের সরনাপর্ণ হয়ে অংশ নামা মামলা ইস্যু করেন যার মামলা নং ১০০/২৪.
অন্যদিকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলেম হিসেবে পরিচিত থাকলেও তিনি বিশেষ ভাবে আলোচিত ছিলাম আওয়ামী সরকারের আমলে, আবার অন্যদিকে উখিয়া প্রভাবশালী আওয়ামী নেতাদের সাথে তাহার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুবাদে নিজেকে এলাকায় প্রতিষ্টিত করতেই ধর্মকে পুঁজি করে আসছেন দীর্ঘ ১৫ বছরের বেশি সময়।