বিশেষ প্রতিনিধি/উখিয়া নিউজ টুডে।। ‘ইলেকশন করবেন শাহজাহান চৌধুরী, এটা পরিস্কার হয়ে যাওয়া উচিত’- মন্তব্যটি করেছেন সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা এডভোকেট শাহজালাল চৌধুরী।
এডহক কমিটির দাতা সদস্য হিসেবে উখিয়া কলেজে আয়োজিত চার শিক্ষকের বিদায় সংবর্ধনায় শনিবার (২ নভেম্বর) এ কথা বলেন তিনি।
শাহজালাল চৌধুরীর আপন বড় ভাই কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ থেকে চারবারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
বিএনপির এই ত্যাগী নেতাকে কেন্দ্র করে শ্রোতাদের উদ্দেশ্য করে বক্তব্যে জেলার প্রবীণ আইনজীবী আরো বলেন, “আমাদের মন্ত্রীর দরকার, আগামী দিনে এই কলেজ কে যদি আমরা সেরা কলেজ করতে পারি তাহলে আগে শাহজাহান চৌধুরীকে এমপি করতে হবে।”
এছাড়া ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের কথাও স্মরণ করেন তিনি এবং বলেন, ” জাতীয় রাজনীতির কারণে আমাদের দুই ভাইকে নির্বাচন করতে হয়েছে, দুইজনের ভোট যোগ করলে বিজয়ীর চেয়ে ১৮ হাজার ভোট বেশি।”
বর্তমানে এক্টিভিটিস (ব্যস্ততা) কম থাকায় মূলত কলেজের মান উন্নয়নে সময় দিবেন এমন প্রসঙ্গে কথাগুলো বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,”উখিয়ার মানুষের কথা ভেবে এই কলেজ প্রতিষ্ঠা করেছি, প্রতিষ্ঠাকালীন সময়ের শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার চেয়েছিলেন কলেজ আমার নামে নামকরণ করতে। আমি তা হতে দিইনি, হাজার বছর ধরে এটি উখিয়ার নামেই থাকবে।”
আগামীতে উখিয়া কলেজ কে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে এডহক কমিটির সভাপতি হিসেবে এসময় তিনি শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
১৯৯১ সালে কক্সবাজারের দক্ষিণাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে যাত্রা শুরু করে উখিয়া কলেজ, তবে এইচএসসিতে বারবার ফল বিপর্যয়ের কারণে পুরনো এই বিদ্যাপীঠটি নেতিবাচক শিরোনাম হয়েছে।
পরিস্থিতি উত্তরণে অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহবান জানান এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড.মোকতার আহমেদ।