বিশেষ প্রতিনিধি/উখিয়া নিউজ টুডে।। কক্সবাজারের টেকনাফে ফের ৯ জন কৃষক অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তাদের মধ্যে ৭ জন স্থানীয় ও দুই জন রোহিঙ্গা বলে জানা গেছে।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়াস্থ করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে ওই কৃষকদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন- নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, স্থানীয় ৭ জন অপহরণ হয়েছে বলে শুনলাম, পাহাড়ের প্রদেশে ক্ষেত খামারে কাজ করার সময় তাদের কে অপহরণকারীরা ধরে নিয়ে যায়, আমি টেকনাফ মডেল থানা পুলিশ কে অবহিত করেছি।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন- বিষয়টি আমিও শুনেছি ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে, তাঁরা উদ্ধার অভিযানে কাজ করছে।
উল্লেখ্য গেল এক সপ্তাহের ব্যবধানে- দুই কৃষকসহ আরো পাঁচজনকে অপহরণ করেছিল। তারা সবাই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে।