Ukhiya News Today

১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনামঃ

উখিয়ায় মসজিদের মিম্বর ঘেষে ময়লার ভাগাড় || উখিয়ায় হলদিয়া পাতাবাড়ি মডেল হাইস্কুল পরিদর্শনে – শিক্ষা অফিসার। || ৭৯ নাবিকসহ বাংলাদেশের দুই জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড || বাংলাদেশ সীমান্তে অ্যান্টি-ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা ভারতের || উখিয়ায় হলদিয়া পাতাবাড়ি মডেল হাইস্কুল পরিদর্শনে – শিক্ষা অফিসার | || উখিয়া ভালুকিয়াতে অগ্নিকাণ্ড চালিয়ে মামলার পায়তারা চালাচ্ছে বাবুল মিয়া! || উখিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হলেন আলমগীর কবির || কক্সবাজারে ৬টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক || আসাদের বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট, এ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি || বাসর থেকে ৩ লাখ টাকা নিয়ে উধাও মহিলা লীগ নেত্রী || আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণিল অভিষেক || ভারতকে কাঁদিয়ে টানা দ্বিতীয় শিরোপা বাংলাদেশের || পর্যটনের অপার সম্ভাবনা সাগরকন্যা কুতুবদিয়া || যোগদানের প্রথম দিন কক্সবাজারের ৪ থানার ওসিকে প্রত্যাহার করলেন এসপি || চকরিয়ায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ১ || তিনদিনেও নিখোঁজ স্কুলশিক্ষকের হদিস নেই, মুক্তিপণ দাবি || মহেশখালীঃ দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ || টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষক অপহরণ, আটক ১ || একশনএইড বাংলাদেশে নিয়োগ, কর্মস্থল কক্সবাজারের উখিয়া || রামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার ||

শাহপরীর দ্বীপ জামায়াতের সহযোগী সদস্য সম্মেলনে জেলা আমীর আনোয়ারী

উখিয়া নিউজ টুডে।। “অবিলম্বে শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ নির্মাণ করতে হবে “
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ একটি গুরুত্বপূর্ণ এলাকা। জাতীয় অর্থনীতিতে এই এলাকা থেকে উল্লেখযোগ্য অংশ যোগান দেওয়া হয়। কিন্তু কর্তা ব্যক্তিদের সমন্বয়হীনতা ও খামখেয়ালিপনার কারণে এই এলাকা কে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেনি। যা খুবই হতাশাজনক। আমি ভাঙ্গন থেকে রক্ষা করতে অবিলম্বে শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি জোর দাবি জানাচ্ছি। যাতে এই এলাকার মানুষ শান্তি, স্বস্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারে। তিনি আরো বলেন, আমাদের সমাজে এখনো নানাবিধ বৈষম্য বিরাজমান।
বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র গড়তে সব মানুষের কাছে আমাদের আহ্বান পৌঁছাতে হবে। জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে মানুষে মানুষে কোন বিভেদ থাকবেনা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জান-মাল ও সম্মানের নিরাপত্তা থাকবে।

২ নভেম্বর শনিবার বিকালে টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,
ফ্যাসিস্ট হাসিনা সরকারের সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। জুলুম-নির্যাতন, মামলা ও হামলা চালিয়ে তারা জামায়াতে ইসলামীর পথচলাকে রুদ্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহর ফয়সালায় স্বল্প সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকেই দেশবাসী নিষিদ্ধ করেছে।

সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে উক্ত সহযোগী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম, টেকনাফ উপজেলা আমীর অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, কক্সবাজার শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌর জামায়াতের সভাপতি শাহ মোহাম্মদ জুবায়ের, পৌর জামায়াতের সহ সভাপতি ও টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, সাবরাং ইউনিয়ন জামায়াতের নেতা এডভোকেট আব্দুল আমিন, কক্সবাজার শহর ১৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক ইউপি সদস্য ও সাবরাং ইউনিয়ন জামায়াত নেতা ফজলুল হক প্রমূখ।

সংবাদ বিজ্ঞপ্তি।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *