Ukhiya News Today

১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ || প্রকাশিত হলো ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ ||

মাদক প্রতিরোধে উখিয়ায় কাজ করবে নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটি

বিশেষ প্রতিবেদক /উখিয়া নিউজ টুডে।। উখিয়ায় নারী ,শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে স্থানীয়করণ কর্মশালায় গঠিত এই কমিটির অন্যতম লক্ষ্য সীমান্ত উপজেলা উখিয়ায় মাদক প্রতিরোধে ভূমিকা রাখা।

বুধবার (১৩ নভেম্বর) সকালে “গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উখিয়া সদরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

স্টিয়ারিং কমিটির সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক কামরুন তানিয়া, শিক্ষক সমিতি উখিয়ার সদস্য শম্পা চৌধুরী, বালুখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, আরাকান খেলাঘর আসরের সভাপতি এস এম জসিম, পালং সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম আজাদ, উখিয়া উপজেলা নাগরিক পরিষদের প্রচার সম্পাদক রফিক উদ্দিন ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।

স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে আলোচকরা এসময় উপজেলা পর্যায়ে মাদক প্রতিরোধ কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত, নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ সহ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।

স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের পথ বের করার পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য সভায় এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়।

বিএনপিএস এর পরিচালক শাহনাজ সুমি, উপ-পরিচালক নাসরিন বেগম ও জিএনডাব্লিউপি এর বাংলাদেশের প্রতিনিধি পাহীমা আহমদ এসময় অনলাইনে যুক্ত হয়ে অংশগ্রহনকারীদের বক্তব্য শুনেন এবং দিকনির্দেশনামুলক মতামত প্রদান করেন।

নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখা বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর মাঠ সমন্বয়কারী এস.জেড.এম আবু রায়হান ও কক্সবাজার স্টিয়ারিং কমিটির সমন্বয়ক এবং বিএনপিএস এর ক্ক্সবাজার প্রকল্প সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম ফরাজী সভার সার্বিক পরিচালনায় ছিলেন।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *