ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নিয়েছেন। প্রায় এক যুগ পর সেনাকুঞ্জে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিএনপি নেত্রী অংশ নেন।
এদিকে, খালেদা জিয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর তাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অনুভূতি প্রকাশ করেন।
সন্ধ্যায় ফেসবুকে খালেদা জিয়ার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন সার্জিস আলম। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা দেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি নেত্রী।