৩ ডিসেম্বর (মঙ্গলবার) ভোরে শহরের ঈদগাহ ময়দান এলাকা থেকে ছোরা, ও ছিনতাইয়ের সরঞ্জামসহ ৫জন ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ, একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি অটোরিকশা। আটক ব্যক্তিরা হলো- শাহেদ হোসেন, মোঃ রহিম, মোঃ রাকিব, শহীদ হোসাইন ও মোঃ আব্দুর রহীম।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বড়ুয়া জানান, আসামিদের কাছ থেকে চারটি ছুরি জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার
