কক্সবাজারের পেকুয়ায় তিনদিন ধরে নিখোঁজ স্কুলশিক্ষককে ছেড়ে দিতে দুর্বৃত্তরা পরিবারের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ স্বজনদের। তবে মুক্তিপণ দাবির বিষয়টি অবহিত নয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নিখোঁজ সন্ধানে মানববন্ধন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২ টায় পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নিখোঁজ মোহাম্মদ আরিফ (৪২) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মাতবরপাড়ার মৃত বজল আহমদের ছেলে। তিনি পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক।
নিখোঁজের স্ত্রী মেহেবুবা আনোয়ার লাইজু বলেন, ‘গত শনিবার ( ২৮ সেপ্টেম্বর ) রাতে তার স্বামী পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনে অবস্থান করছিলেন। রাতে বাড়ি না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। পরে ওইদিন রাতেই তিনি পেকুয়া থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন। পরদিন (২৯ সেপ্টেম্বর) সকালে আমার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে কল করে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এসময় মুক্তিপণ না দিলে তাকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। মোবাইল ফোনে মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান, নিখোঁজের এ স্ত্রী।