Ukhiya News Today

১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনামঃ

আদালতে হাজির করা হয়নি সাবেক এমপি আব্দুর রহমান বদিকে || উখিয়ায় আওয়ামীলীগ কর্মীর হামলায় বিএনপি নেতা আহত || রাজনৈতিক অঙ্গনের সিংহ পুরুষ; এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী || রাজনৈতিক অঙ্গনের সিংহ পুরুষ; এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী || জাতিসংঘের ‘ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের’ প্রতিবেদন || এখনো অধরা উখিয়ার শীর্ষ ইয়াবা সম্রাট নূর হান! || উখিয়ায় আরাফাত কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠিত: সোহাগ আহবায়ক হিরু সদস্য সচিব || উখিয়ায় সাংবাদিক তানভীর শাহরিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার তিব্র নিন্দা | || টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার || আ.লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ || কক্সবাজারে জামায়াতের আমীরের আগমনে লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্ততি || উখিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ নুরহানের বিরুদ্ধে || সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১ টাকা  || কক্সবাজার সৈকতে একদিনে আরও ১৪ কাছিমের মরদেহ || উখিয়ায় আগ্নেয়াস্ত্র সহ ২ রোহিঙ্গা আটক || পিলখানা হত্যাকান্ড: ১৬ বছর পর মায়ের বুকে উখিয়ার ইউছুফ || প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান  || প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান  || উখিয়ায় বিচারের নামে চাঁদাবাজিতে ব্যস্ত স্কুল শিক্ষক শাহজালাল। || সরকারি চাকরির পাশাপাশি চাঁদাবাজিতে ব্যস্হ উখিয়ার স্কুল শিক্ষক “মো: শাহজালাল” ||

হাত-পা বাঁধা’ থাকায় বদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি; মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট।। বর্তমানে দেশের সবচেয়ে ভয়াল মাদকের নাম ইয়াবা। বিশেষ করে তরুণদের কাছে বেশি জনপ্রিয় এই মাদক। মিয়ানমার থেকে টেকনাফ-কক্সবাজার দিয়ে আসে ইয়াবা। আর এই মাদক নিয়ে সবচেয়ে বেশি যার নাম উচ্চারিত হয়েছে তিনি আব্দুর রহমান বদি। কক্সবাজার এলাকায় তিনি ইয়াবা বদি নামেও পরিচিত। ২০০৮ ও ২০১৪ দুই মেয়াদে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের একাধিক সংস্থার করা মাদক ব্যবসায়ীর তালিকায় শীর্ষে এসেছে বদির নাম। বিগত সরকারের আমলে ‘হাত-পা বাঁধা’ থাকায় তার বিরুদ্ধে মামলা নিতে পারেনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ স্বীকারোক্তি দেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, ‘মাদকসেবন যেমন আসক্তি ঠিক এর কারবারও বড় আসক্তি। আপনারা মাদক সম্রাট বদির নামে আসলে আমরা আওয়ামী লীগের আমলে কোনো মামলা নিতে পারিনি। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কাজ করছি। এখন আমাদের হাত পা বাঁধা নেই। আমরা তার (বদির) সব কার্যক্রমের তদন্ত করেছি। আমাদের একটি কমিটি তদন্ত করে কাজ করেছে। তারা তদন্ত করে বদি ও তার আত্মীয় স্বজনদের বিষয় বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।’
মুহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা এখনো ব্যবস্থা নিতে পারিনি। এজন্য সময় প্রয়োজন। আমাদের সোর্স লাগানো আছে। গডফাদারদের ধরার বিষয় অনেকেই প্রশ্ন করেন। কিন্তু গডফাদার থাকে অনেক পেছনে। তার কাছ পর্যন্ত পৌঁছাতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যায়। এ জন্য সহজ কাজ হচ্ছে মানিলন্ডারিং মামলা। বদির পুরো পরিবারের তথ্য এসেছে। এবার তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে কাজ করব। দ্রুতই একটা ফলাফল দেখতে পাবেন।’
তিনি বলেন, ‘মাদকের আধিপত্য এখনো অনেকেই ধরে রেখেছেন। আমরা সবার বিষয় কাজ করছি। আমাদের নিজেদের গোয়েন্দাদের পাশাপাশি অন্য সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে।’

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *