নিজস্ব প্রতিবেদক/উখিয়া নিউজ টুডে।। উখিয়া উপজেলার বালুখালী লতিফুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজালাল এর বিরুদ্ধে চাঁদাবাজী ও সন্ত্রাসী বাহিনী গঠন করে জমি দখল সহ বিভিন্ন অসামাজিক আচরণের অভিযোগ পাওয়া পাওয়া গেছে।
জানা যায়, উপজেলান রাজাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত খায়রুল আলমের পুত্র জালাল মাষ্টার সরকারিজীবি হলে ও নিয়ম নীতি তোয়াক্কা না করে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে।
এলাকায় প্রভাবশালী হওয়ায় তার কথা মত চলছে সমাজ ব্যবস্হাপনা। স্হানীয় বিচার সালিসে তাকে মোটা অংকের টাকা না দিলে ন্যায় বিচার পাওয়া দুরূহ হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানিয়েছেন, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আদালতে মামলা চলমান বাপদাদার দিন্না বসতবাড়ি কুখ্যাত গঙ্গা বাবুল সহ সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে উচ্ছেদের মাধ্যমে পালংখালীর নুর মোহাম্মদ খানকে দখল দিতে চেষ্টা করলে জনতার তোপের মুখে পড়ে ব্যর্থ হয়।
ঐ এলাকার রেমিট্যান্স যোদ্ধা ও কলামিস্ট ইঞ্জিনিয়ার আরিফ সিকদার বা্প্পী, কড়া সমালোচনা করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে শাস্তির আওতায় ও সরকারি চাকরি থেকে বাদ দিতে সংশ্লিষ্ট মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
[পর্ব – ১ চলমান]