উখিয়া নিউজ টুডে।। কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতাদের আঁতাত করে গত ১৫ বছরে ধরে দেশের বিভিন্ন শহরে সহজসরল বাস স্টাফদের মাধ্যমে মাদক প্রচার করে আসছেন, যদিও লোকচক্ষুর আড়ালে বিশাল সাম্রাজ্যের মালিক বুনে গেছেন উখিয়া স্টেশনের (এস আলম, সৌদিয়া ও সেন্ট মাটি সার্ভিস) বাস সার্ভিস কাউন্টারের মালিক নূর-হান।
তথ্য সূত্রে দীর্ঘ বছর তিনেক আগে উখিয়া সদরের উত্তর পাশে বটতলীতে ৮০ লক্ষ টাকা বিনিময়ে চাষাবাদ জমির বসতবাড়ি তৈরি করেছেন।
সম্প্রতি সিকদার বিল এলাকায় ৩০ লক্ষ টাকা দিয়ে জায়গা নিয়ে আলোচনায় আসেন এই শীর্ষ ইয়াবা সম্রাট নূর হান।
তার বিশাল ইয়াবা সিন্ডিকেটের উৎপত্তি সীমান্ত ইউনিয়ন পালংখালী থেকে জন্মসূএে সে পালংখালী ইউনিয়নের রহমানের বিলের বাসিন্দা মৃত কামাল উদ্দিনের ছেলে। তথ্য সূত্র তাঁরই ছোট ভাই বছর পাঁচেক আগে ইয়াবা সিন্ডিকেটে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ক্রস ফায়ার মারা গিয়েছেন বলে জানা যায়।