এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনের সিংহ পুরুষ। যার জন্ম উখিয়া উপজেলার বৃহত্তর রাজাপালং ইউনিয়নে।
বৃটিশ আমলের সেই জমিদার পরিবারের সন্তান। যিনি তাহার জীবনের গল্পকে সাজিয়েছেন ইসলামী আদর্শের ভিত্তিতে, যার জীবনের গল্প লিখে শেষ হবার নয়।
নিজেকে ভাগ্যবান মনেকরি এমন মহান মানুষের প্রতিবেশী হিসেবে, যদিও কখনো ওনার তেমন সান্নিধ্যে পাওয়ার সুযোগ হয়ে উঠেনি। পারিবারিক ভাবে তাদের সাথে আমাদের সম্পর্ক একি সুতোই গাঁতা।
কক্সবাজারে টপ অব দা হেট লাইনে সম্প্রতি আইনজীবি সমিতির নির্বাচন নিয়ে ২২শে ফেব্রুয়ারী/২০২৫.
আমাদের সুভাগ্য আমরা পূণরায় হয়তো পেতে যাচ্ছি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দুই দুই বারের নির্বাচিত সেই মহান নেতাকে যিনি পূর্ণরায় নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই উখিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী।
যাহার বৃহত্তর রাজনৈতিক প্রঙ্গা ও ইতিহাস রয়েছে, যিনি উখিয়া উপজেলা পরিষদের নেতৃত্বে স্বরণীয় হয়ে রয়েছেন। উখিয়ার সাধারণ মানুষের কল্যানে যিনি নিবেদিত প্রাণ।
বলায় বাহুল্য তাহার বিচারিক দক্ষতা যা উখিয়ার সামাজিক বিচার ব্যবস্হাকে সাধারণ মানুষদের অভিভূত করে চলেছেন।
সপ্তাহিক ছুটি গুলোতে (শুক্রবার- শনিবার) আমাদের বাড়ির রাস্তাটা ব্যস্হ সড়কে পূর্ণতা পায় একমাত্র তাঁহার কারণে। উখিয়ার প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে পুরো উপজেলায় ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে তিনি সমস্যা গুলো নিখুঁতভাবে মিমাংসা করে দিয়ে ইতিহাসের সৃষ্টি করে চলেছেন।
সাধারণ মানুষ স্বদসন্ধে নিরাপদ মনে করেন উখিয়া শীর্ষ রাজনৈতিক পরিবারের সন্তান শাহজালাল চৌধুরীকে।
উখিয়ার রাজনৈতিক অঙ্গনে অনন্তকাল অম্লান হয়ে থাকবে, মানুষদের প্রতি তাঁহার অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসায় বিরল দৃষ্টান্ত স্হাপন করে যাচ্ছেন।
আগামী ২২শে ফেব্রুয়ারী যেন সেই কানঙ্কিত সফলতা অর্জন আসুক এই মহান মানুষটির সেই কামনায়
লেখক: ইন্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পী্
প্রকৌশলী, দুবাই সিটি পৌরসভা
দুবাই – সংযোক্ত আরব আমিরাত।