Ukhiya News Today

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

জাতীয়তাবাদী ওলামা দল পালংখালী ইউনিয়ন কমিটি অনুমোদন | || উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ ||

আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক

আন্তর্জাতিক ডেস্ক/উখিয়া নিউজ টুডে।। মনবতা, ঐক্য ও হাটহাজারী উপজেলার সর্বস্তরের জনসাধারনকে সাথে নিয়ে হাটহাজারী সমিতিকে সংস্কার ও পুনর্গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ আগস্ট) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন, হাটহাজারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান।

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী।

মাওলানা নাছির উদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হাওয়া সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিআইপি জসিম উদ্দিন তালুকদার, মীর মহিউদ্দিন মিন্টু, মামুনুর রশিদ , মাওলানা হাবিবুল্লাহ, নাছির হিজাজি, সিরাজুদ্দৌলার, ইজাজ আহমেদ সিআইপি ইমরান খান (সজিব), আজিজুর রহমান খসরু, মোহাম্মদ শাহজাহান, মাহবুবুল আলম, নাছির উদ্দিন খোকন, শহিদুল্লাহ বাবর, আরিফুল ইসলাম আজম।

অনুষ্ঠানে আমিরাতের প্রত্যক প্রদেশ থেকে যথাক্রমে আবুধাবি থেকে মোহাম্মদ রিয়াদ, দুবাই থেকে শহিদুল হক, শারজাহ থেকে জামাল উদ্দিন, আজমান থেকে তাজুল ইসলাম রাস আল খাইমা থেকে কামাল উদ্দিন ও মমতাজ, ফুজাইরা থেকে দিদারুল আলম, উম্মল কুয়াইন থেকে ফুরকান বক্তব্য রাখেন।

তাছাড়া হাটহাজারী উপজেলার প্রতিটি ইউনিয়ন থেক্র একজন করে বক্তব্য দেন যথাক্রমে, ফরহাদাবাদ থেকে শাহাদাত হোসেন রনি, ধলই থেকে সাইফুল্লাহ চৌধুরী, মির্জাপুর থেকে জি এম সাইফুল, গুমানমর্দ্দন থেকে এনামুল হক ফোরকান, নাঙ্গলমোড়া থেকে গিয়াস উদ্দিন মাহমুদ , ছিপাতলী থেকে সাংবাদিক ইশতিয়াক আসিফ, পৌরসভা থেকে গাজী নিজাম, মেখল থেকে মোহাম্মদ দিদারুল আলম, চিকনদন্ডী থেকে ব্যাংকার ইলিয়াস , গড়দুয়ারা থেকে আব্দুল সাত্তার, উত্তর মাদার্শা থেকে মোহাম্মদ আজম খান, মধ্যম মাদার্শা থেকে ফয়সাল, দক্ষিন মাদার্শা থেকে মোহাম্মদ রোকন উদ্দিন , শিকারপুর থেকে মোহাম্মদ আসিফ, বুড়িশ্চর থেকে মাসুদ জুয়েল বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় আরো উপস্তিত ছিলেন, মোহাম্মদ জবরুল আলম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মোরশেদ, দিদারুল আলম, বাবু উত্তম কোমাদে, উদ্যোক্তা সদস্য নোমান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ সিরাজ, গুমানমর্দ্দন প্রবাসী পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ওয়াসিম চৌধুরী, কাসেম তালুকদার, মোহাম্মদ আলাউদ্দিন, তৌহিদুল আলম, তৈয়ব আলম, মোহাম্মদ হাসেম উদ্দিন, মোহাম্মদ এসকান্দর, গুমানমর্দ্দন ও মির্জাপুর প্রবাসি পরিষদের নেতৃবৃন্দ সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্তিত ছিলেন।

সব শেষে মাওলানা নাছির উদ্দিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে হাটহাজারী সমিতির সফলতা ও সদ্য প্রয়াত হাটহাজারীর কৃতি সন্তান মরহুম সেনা প্রধান লে:কর্নেল হারুন অর রশীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এতে সমিতির আদ্যপান্থ ও কেন সংস্কারের প্রয়োজন হয়েছে তা তুলে ধরে বক্তারা বলেন সমিতি গঠনের লক্ষ উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটায় আমাদের আবার এই সংস্কার ও পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে আশাকরি আমরা সবাই, ঐক্যবদ্ধ ,দল, মত নির্বিশেষে সকলে এই মানবতার সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। অনুষ্ঠান থেকে অন্যদেরকে সমিতির নাম, লোগো ব্যবহার না করার দাবীও জানিয়েছেন বক্তারা।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *