আমিরাত প্রতিনিধি/উখিয়া নিউজ টুডে।। সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর যাত্রা শুরু হয়েছে।
এই উপলক্ষে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাণিজ্যিক শহর শারজাহর হুদায়বিয়া রেস্টুরেন্ট হল রুমে সংগঠনের সদস্য হাফেজ জাহাঙ্গীর আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।
প্রবাসী এসোসিয়েশনের সহ-সমন্বয়ক জয়নাল আবেদীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক ইঞ্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পী।
উখিয়া প্রবাসী এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আব্দুল গফুর ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের দুবাই ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেটের সফল ব্যবসায়ী, উখিয়ার কৃতি সন্তান জনাব আনোয়ারুল ইসলাম বাবুল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উখিয়া প্রবাসীদের ব্যতিক্রমধর্মী এই আয়োজনের প্রশংসা করে বলেন—“নিঃসন্দেহে সুন্দর ও চমৎকার এ আয়োজন দেখে বোঝা যায় উখিয়া প্রবাসীরা সংগঠিত ও ঐক্যবদ্ধ।” পাশাপাশি তিনি উখিয়া প্রবাসীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং আগামী নভেম্বর মাসে উখিয়া প্রবাসীদের নিয়ে মিলনমেলা আয়োজনের প্রতিশ্রুতি দেন। একই সাথে তিনি সবাইকে আমিরাতের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন: জনাব মীর জাহাঙ্গীর ইসলাম, মুফিজ আলম, শরীফ জামান, বাবুল হোসাইন, কামাল উদ্দিন, আব্দুল সাত্তার ও রফিক উদ্দিন।
উখিয়াস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন: জনাব মোহাম্মদ তাজ উদ্দিন, খোরশেদ আলম, মোহাম্মদ সাইফুল্লাহ, আলম মোহাম্মদ মোস্তফা, কলিম উল্লাহ, হামিদ হোসাইন, খোরশিদ আলম, আমানত উল্লাহ, মনজুর আলম, তারিকুল ইসলাম, আব্দুর রহিম ও আব্দুল আজিজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মফিজ উদ্দিন, মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী বাবুল আহম্মেদ, মাহবুবুল আলম, দিদারুল আলম, মোহাম্মদ কাশেম, মনজুর আলম, মোহাম্মদ ফারুক ও আলা উদ্দিন।
আলোচনা সভা শেষে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন জনাব আমানত উল্লাহ।
এ সময় “উখিয়া প্রবাসী এসোসিয়েশন”-এর সদস্যদের পাশাপাশি আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কোয়াইন, ফুজিরাহ ও রাস আল-খাইমাহসহ আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত প্রায় শতাধিক প্রবাসী এবং বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।