Ukhiya News Today

৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ || প্রকাশিত হলো ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ ||

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার

ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ’কে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় কক্সবাজারের ঈদগাও ও চকরিয়ার জনতা টাওয়ারে এনসিপির মঞ্চ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।

এর আগে শনিবার কক্সবাজারে দলের এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি করছে।’
তিনি আরও বলেন, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।
নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, অন্যান্য দলের নেতা এবং সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করতে দেখা গেছে। এছাড়া, কক্সবাজারের চকরিয়ায় সড়কে বিক্ষোভ করছে বিএনপি। অন্যান্য উপজেলায়ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।
বিএনপি নেতারা বলেন, শনিবার কক্সবাজারে এনসিপির কর্মসূচি ছিল। সেখানে এনসিপির নেতা নাসীরুদ্দীন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে আমরা রাস্তায় বিক্ষোভ করছি। এই বক্তব্যের জন্য নাসীরুদ্দীনকে ক্ষমা চাইতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়েছি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমরা চকরিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করছি।
এদিকে বিএনপির নেতাকর্মী ও উত্তেজিত জনতার তোপের মুখে এনসিপি নেতৃবৃন্দ ঈদগাও এবং চকরিয়ায় পথসভা না করে চলে গেছেন।
॥ চকরিয়ায় এনসিপির সমাবেশ মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছে। এ সময় চকরিয়ায় এনসিপির বক্তব্য দেওয়ার জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ বিএনপির ও ছাত্রদল নেতাকর্মীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টার দিকে চকরিয়ার জনতা শপিং সেন্টার চত্বরে এ ঘটনা ঘটেছে। এই মঞ্চে বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্ববায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের।
প্রতিবাদ মিছিলে বিএনপির নেতাকর্মীরা বলেন, শনিবার দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এটি বিএনপি নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকাল পৌনে ৪টার দিকে কিছু লোকজন লাঠিসোটা নিয়ে মঞ্চে হামলা করে। এনসিপির মাইকিং করা লোকজনদের তাড়িয়ে দেন।
এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার বলেন, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছে। ব্যানার ছিঁড়েছে ও ট্রাকের কাঁচ ভাঙচুর করেছে। পরে তারা সমাবেশস্থল দখল করে স্লোগান দেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঞ্চ ভাঙচুরের বিষয়টি এখনও আমরা জানি না।
কক্সবাজারের সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ অবশ্যই আদায় করা হবে। জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কোনো গডফাদার আবির্ভাব হতে দেওয়া হবে না। গত সরকার আমলে কক্সবাজার সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গিয়েছিল, মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। শেখ হাসিনা এক গডফাদার আর তার আন্ডারে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশজুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। আমরা আবার নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না।
কক্সবাজারের পর্যটন নিয়ে তিনি বলেন, পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাট আর উচ্ছেদ করেছে স্বৈরাচার আওয়ামী লীগ। আমরা চাই পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে। যেখানে কক্সবাজারের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।
রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে। তাদেরকে অধিকারহীন, রাষ্ট্রহীন করে রাখা হয়েছে। কিন্তু তার সমাধান এটা না যে, বছর পর বছর বাংলাদেশ তাদের দায়িত্ব নিবে। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি বেইনসাফি করছি, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কক্সবাজারের মানুষের যাতে নিরাপত্তা, আইনশৃঙ্খলার বিঘ্নয় না ঘটে এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতিদ্রুত আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো—ড. ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের দেশে সম্মানের এবং অধিকারের সহিত পোঁছানোর ব্যবস্থা করুন।
এর আগে দুপুর ১টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রার শুরুতে কর্মীরা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন টার্মিনাল এলাকা। সেখান থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এনসিপির নেতারা পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে সমাবেশে যোগ দেন।
উখিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উখিয়া ও টেকনাফের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার উখিয়া সদর স্টেশনে উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷
প্রতিবাদ সভায় বক্তব্য দেন উখিয়া কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উখিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি আবদুল মালেক মানিক, বিএনপির নেতা ফয়সাল সিকদার টিটু,আলমগীর হান্নান,উখিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিদুয়ান রহমান বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিদুয়ান সিদ্দিক ও উখিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিদুয়ান রহমান।
এর আগে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় উখিয়ার কোটবাজারে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *