Ukhiya News Today

১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ || প্রকাশিত হলো ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ || উখিয়ার রেজুপাড়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার || উখিয়ায় কেনা শাড়ি পাল্টে নিতে চাওয়ায় নারীকে মারধর, দোকানদারের বিরুদ্ধে মামলা || উখিয়ায় কেনা শাড়ি পাল্টে নিতে চাওয়ায় নারীকে মারধর, দোকানদারের বিরুদ্ধে মামলা ||

উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক/উখিয়া নিউজ টুডে।। উখিয়ার রোহিঙ্গা ক‌্যাম্প-১০ ব্লক -জি-৮ এর বাসিন্দা মোহাম্মদ ইসলামের পুত্র আব্দু রহিমের যত অপকর্ম ক‌্যাম্প জুড়ে রয়েছে বিশাল ইয়াবা সিন্ডিকেট।

রোহিঙ্গা আব্দু রহিমের ইয়াবা কারবারে রয়েছে ক‌্যাম্প ভিক্তিক শক্তিসালী সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের সদস‌্যরা রাত বিরাত দেশের প্রত‌্যন্ত অঞ্চলে পৌছে দিচ্ছে মরণ নেশা এই ইয়াবার বড় বড় চালান। সম্প্রতি বালুখালী ক‌্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়ে জেলে গেলেও জামিনে এসে ফের ইয়াবা কারবারে বেপরোয়া হয়ে উঠার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা বলেন,রোহিঙ্গা ক্যাম্প ১০ থেকে কেজি, কেজি আইস,ইয়াবা দেশের বিভিন্ন প্রান্তে পাচার হচ্ছে এই আব্দু রহিমের হাত দিয়ে ।
তার রয়েছে বিশাল এক ইয়াবা ও চোরাচালান বাহিনী। রোহিঙ্গা ও স্থানীয়দের সাথে ইয়াবা ব্যবসা করে বর্তমান কোটি কোটি টাকার মালিক এই রোহিঙ্গা আব্দু রহিম।

প্রশাসনের সর্বচ্চো কর্তা-ব্যক্তিরা মাদক নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সভা সেমিনার করছেন। মাদকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, জিরো টলারেন্স ঘোষনা করেছেন।
অপর দিকে মাদক কারবারিদের কর্মকান্ড তুলে ধরে সাংবাদিক সংবাদ প্রকাশ করলেই যত দোষ। প্রতিহিংসার জ্বলে ওঠে মাদক কারবারি ও গড-ফাদাররা।

এদিকে পুলিশ, ডিবি, র‌্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে এবং প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করলেও তারপরও থেমে নেই মাদক ব্যবসা। কেই প্রকাশ্যে আবার কেউ গোপনে চালাচ্ছে মাদক কারবার।

অনুসন্ধানে জানা গেছে, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরা হাতে মাদক ধরেনা। যাবতীয় লেনদেন তারা তাদের লেবার এবং কর্মচারীদের দিয়ে করিয়ে থাকেন। ফলে তারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হয়। আর এ ভাবেই পর্দার আড়ালে থেকে মাদক নিয়ন্ত্রণকারিরা এবং মাদক রোহিঙ্গা মাফিয়ারা হয়ে উঠেছেন বিপুল অর্থ সম্পদের মালিক। এরা এতই প্রভাবশালী যে, তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলবে এমন কাউকে টর্চ লাইট জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবেনা।

এ প্রসঙ্গে রোহিঙ্গা ইয়াবা কারবারী আব্দু রহিমের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব‌্য নেওয়া সম্ভব হয় নাই।

এ প্রসঙ্গে উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইয়াবা ব্যবসায়ীদের ধরতে পুলিশ সবসময় তৎপর। তবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া অভিযান পরিচালনা করলে নিরীহ মানুষ হয়রানির শিকার হতে পারে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *