উখিয়া নিউজ টুডে ডেস্ক।। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) উখিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার ( ৭-সেপ্টেম্বর) সকাল ৯ টায় উখিয়া রত্নাপালংস্থ বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা উখিয়া উপজেলা সভাপতি ও দৈনিক রূপালী সৈকত পত্রিকার সাব এডিটর এম আর আয়াজ রবি, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা উখিয়া শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল জোবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে বাপা সভাপতি এম আর আয়াজ রবি বলেন, গাছ আমাদের পরিবেশের প্রধান অনুসঙ্গ। শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গাছ কাটা, পাহাড় কাটা বন্ধকরণ, জৈববৈচিত্র ও প্রাণপ্রকৃতি সংরক্ষণে ছোট কাল থেকে অভ্যস্ত করে গড়ে তোলার জন্যই বাপা উখিয়া উপজেলা শাখা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরন করে যাচ্ছে। গাছের চারা রোপনের মাধ্যমে চারাগুলোর পরিচর্যা করে বড় হবার সুযোগ করে দিতে হবে। এই গাছগুলো বড় হয়ে বিভিন্ন ফল, ওষধি গুন সম্পন্ন হয়ে মানুষের বিভিন্নভাবে উপকারে আসবে। এই গাছগুলো ছদকায়ে জারিয়া হয়ে কাজ করবে। তিনি আরো বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সহজ হবে।
মুখ্য আলোচক উখিয়া রেঞ্জ কর্মকর্তা ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের উপকারিতা, গাছের চারা রোপনের পদ্ধতি, ত্রিফলা গাছের গুনাগুন, প্রয়োজনীয়তা তুলে ধরে পরিবেশ রক্ষায় গাছের প্রয়োজনীয়তা তুলে ধরে নাতিদীর্ঘ বক্তব্য উপস্থাপন করেন। তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় আগ্রহী করে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বন উজাড় বন্ধ করতে এবং সবুজ প্রকৃতি ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, অর্থসম্পাদক, ক্ষুদে শিক্ষার্থীদের অভিভাবক /অভিভাবিকাবৃন্দ, মাদ্রাসার শুক্ষক/শিক্ষিকাবৃন্দ।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন।