Ukhiya News Today

১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ || প্রকাশিত হলো ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ || উখিয়ার রেজুপাড়ায় বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার || উখিয়ায় কেনা শাড়ি পাল্টে নিতে চাওয়ায় নারীকে মারধর, দোকানদারের বিরুদ্ধে মামলা || উখিয়ায় কেনা শাড়ি পাল্টে নিতে চাওয়ায় নারীকে মারধর, দোকানদারের বিরুদ্ধে মামলা ||

কেন বিএনপির পদ হারালেন উখিয়ার তরুণ দুই নেতা?

 উখিয়া নিউজ টুডে।। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উখিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ও সাবেক যুব সম্পাদক সাইফুর রহমান সিকদার’কে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা বিএনপি।

মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী গণমাধ্যম ‘কে জানান, ” শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। এটি দলীয় সিদ্ধান্ত এবং জেলা সভাপতি ও সম্পাদক এতে অনুমোদন দিয়েছেন।”

গত ১৬ মার্চ সকালে উখিয়া সদরে সিএনজি ‘স্ট্যান্ড’ কে কেন্দ্র করে বাকবিতন্ডায় লিপ্ত হয় উখিয়া অটো রিক্সা ফোর স্ট্রোক সিএনজি শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং কক্সবাজার জেলা সিএনজি, অটোরিক্সা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উখিয়া শাখার কিছু সদস্য।

একপর্যায়ে এই ঘটনা হাতাহাতিতে গড়ালে আহত হয় দুই পক্ষের ১০/১২ জন, অন্যদিকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমেও প্রচার পায় সংবাদ।

মূলত এঘটনার জেরে দুই যুগ ধরে উখিয়ায় বিএনপির রাজনীতিতে জড়িত আহসান ও সাইফুর কে হারাতে হয়েছে বিএনপির পদ, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও মাঠে তৎপর ছিলেন।

৫ আগস্টের পর সিএনজি শ্রমিক সংগঠনগুলোতে নেতৃত্বের পরিবর্তন ঘটে, বিএনপি নেতা আহসান উল্লাহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উখিয়া শাখার সভাপতির দায়িত্ব নেন। সাইফুর সিকদার কোনো শ্রমিক সংগঠনে পদবীধারী না হলেও ঘটনার সময় উপস্থিত ছিলেন।

সিএনজি চালকেরা বলছেন, গত ৭ মাস ধরে উখিয়ার স্ট্যান্ডগুলোতে আগের মতো কাউকে চাঁদা দিতে হয় না এবং সংগঠনগুলোও তাদের হয়রানি করছেনা।

এমন অবস্থায় পতিত আমলের কিছু অসাধু শ্রমিক সংগঠনের সদস্য পরিস্থিতি ঘোলাটে করতে পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয় সিএনজি চালক’ শের আলী।

বিএনপি নেতা সেলিম সিরাজি বলেন, ” ৩০ বছরের আহসান উল্লাহ ভাইয়ের রাজনীতি ও ২৫ বছরের সাইফুল সিকদারের রাজনীতি এক নিমিষেই শেষ। বিএনপি দলীয় শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন।”

বহিষ্কার প্রসঙ্গে সাইফুর সিকদার বলেন, ” সঠিক তদন্ত করলে আসল ঘটনা বের হয়ে আসতো, গত ১৭ বছর দ্রুত বিচার আইনের মামলা, বিশেষ ক্ষমতা আইনের মামলা সহ ২২ টি মিথ্যা মামলায় ২ বার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি। দল একবার ও তদন্তের ইচ্ছা প্রকাশ করলো না? তবুও দলকে ভালোবেসে যাবো। ”

অন্যদিকে দলের সিদ্ধান্তে শ্রদ্ধা দেখিয়ে আহসান উল্লাহ বলেন, ” আমরা বিএনপির মাঠের কর্মী, ভুল ত্রুটি মানুষেরই হয়। তবে সত্যটাও গুরুত্বপূর্ণ এবং আশা করি হাইকমান্ড বিষয়টি ফের বিবেচনা করবে।”

বহিষ্কারের এই প্রক্রিয়াকে অবশ্য স্বাগত জানিয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী, তারা মনে করেন – দলের নাম ব্যবহার করে ভাবমূর্তি প্রশ্নবিদ্ধকারীদের জন্য এটি একটি ‘রেড সিগন্যাল’।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *