এম আর আয়াজ রবি/উখিয়া নিউজ টুডে।। তৃনমুল পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনসম্পৃক্ততা নিশ্চিত করণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে-উখিয়া সদর ৪ নং রাজাপালং ইউনিয়নের আগামী অর্থবছর ( ২০২৫-২৬) এর বাজেট ঘোষণা করা হয়েছে। মোট বাজেট ঘোষণা করা হয়েছে ২ কোটি ২৯ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (২২-মে) সকাল ১১ টার দিকে রাজা পালং ইউনিয়নের হলরুমে উক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরান তেলওয়াতের মাধ্যমে ও রাজাপালং ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ( সচিব) মৃনাল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন, ৪ নং রাজাপালং ইউনিয়নের ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম চৌধুরী রোমান এনং বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল বড়ুয়া।
সভাপতির সূচনা বক্তব্যে বর্তমান চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মীর শাহেদুল ইসলাম চৌধুরী রোমান বলেন, মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে আজকে রাজাপালং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করার পর প্রথম বাজেট ঘোষণা হচ্ছে। এজন্য মহান আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি রাজাপালং ইউনিয়নবাসী ও উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তাছাড়া উক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দের মধ্যে আবদুল হক, সৈয়দ হামজা, হেলাল উদ্দীন, খুরশিদা বেগম, রুখসানা বেগম, শামসুন নাহার বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন, উখিয়া উপজেলা বিএনপির স্ভাপতি সালাম সিকদার, কক্সবাজার জেলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক এম আর আয়াজ রবি, মিজান সিকদার, মৌলানা জাফর আলম, প্রদান শিক্ষক পলাশ বড়ুয়া, শাহাবুদ্দিন, উপজেলা শিশুফোরাম ও যুব ফোরামের প্রতিনিধিব্ররন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
পরে বাজেট অধিবেশনে উন্মুক্ত বাজেট আলোচনার বিভিন্ন বক্তার বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম চৌধুরী রোমান। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের মুলতঃ আয়ের উৎস তিনটি যথা রাজস্ব আয়, সরকারি অনুদান ও অন্যান্য উৎসের আয়। রাজস্ব আয়ের মধ্যে রয়েছে, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত লাইসেন্স ও বিভিন্ন পারমিটের ফি। উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের দায়িত্বভার গ্রহন করার পর থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় থেকে জনবান্ধব হয়ে দিন রাত সেবা দিয়ে যাচ্ছি। নিরলস পরিশ্রমের বিনিময়ে ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নত, ত্বরান্বিত, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার চেষ্টা করছি। উখিয়া সদর রাজাপালং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ ও মহিলা জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করে যাচ্ছি। এখন ইউনিয়ন পরিষদের কোন কাজে লাল ফিতার দৌরাত্ম্যের বালাই নেই। কোন ফাইল লাল ফিতায় আবদ্ধ নেই। ওয়ান স্টেপ সেবার আওতায় জন্মসনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ভোটারলিস্ট হালনাগাদসহ প্রতিটি কাজে গতি এসেছে।
তিনি পেশকৃত বাজেট সঠিকভাবে সম্পন্ন করার জন্য ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেছেন এবং বাজেট ঘোষণায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাজেট অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।