ডেস্ক রিপোর্ট/উখিয়া নিউজ টুডে।। নির্বাচনসহ ১০ দফায় একমত হয়ে ঘোষণাপত্রে সই করে দুই নেতা। এর আগে ২২শে জানুয়ারি খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করে বিএনপি। তবে আগস্টে খেলাফত মজলিসসহ অধিকাংশ ধর্মভিত্তিক দল বৈঠক করে জামায়াতের সঙ্গে। গত ২৯শে ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতের সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছিলেন, ইসলামী দলগুলোর মাথায় আর কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না।
সর্বশেষ ৮ই মে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কার, নির্বাচন ও নারী কমিশনের প্রস্তাব ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ইসলামী ঐক্যজোটের পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের। মতবিনিময় সভায় জাতীয় নির্বাচনে সম্মিলিতভাবে আসন ভিত্তিক একক প্রার্থী ও এক বাক্সে দেয়ার বিষয়ে কৌশলগত ঐকমত্য পোষণ করা হয়। এ ছাড়া আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানসহ ৭ দফা প্রস্তাব গৃহীত হয়।