আব্দুল লতিফ বাচ্চু/উখিয়া নিউজ টুডে।। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় বিদায়ী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, বর্তমান গভর্নিং বডির সভাপতি, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি হুইপ শাহজাহান চৌধুরী।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সুপারিশ নয়, নিজের যোগ্যতা ও মেধারী ভিত্তিতে চাকরির স্থান নিশ্চিত করতে হবে সেইভাবে পড়ালেখায় নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন কলেজের হারানো গৌরব ফিরিয়ে আনতে ও নিজেদের পরীক্ষা পাশের জন্য প্রস্তুতি নিতে হবে।
সে জন্য যার যার ধর্ম মতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। সেই সাথে এই বর্ষা মৌসুমে সকল শিক্ষার্থীদের কে নিজ নিজ বাড়িতে বৃক্ষ রোপনের আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী, সাবেক বিএনপি নেতা এম বাদশাহ মিয়া চৌধুরী, অভিভাবক প্রতিনিধি জি.এম. ইদ্রিস মিয়া অধ্যাপক তৌহিদুল আলম এবং পরিক্ষার্থী জুবাইদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহআলম, সঞ্চালনায় ছিলেন অধ্যাপক সৈয়দ আকবর
উক্ত বিদায়ী অনুষ্ঠানে কলেজের অধ্যাপক সাংবাদিক, ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উখিয়া কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
