Ukhiya News Today

৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ / ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনামঃ

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন || কারামুক্ত সাংবাদিক তানভীর শাহরিয়ারকে সহকর্মীদের সংবর্ধনা || উখিয়ায় ধান ক্ষেতে মিললো যুবকের মরদেহ! || যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলেন উখিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা “শাহ জালাল চৌধুরী” || উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার, রয়েছে ধরাছোঁয়ার বাইরে || বাপার উদ্দ্যোগে উখিয়া রত্নাপালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসায় গাছের চারা বিতরণ সম্পন্ন || আমিরাতে “উখিয়া প্রবাসী এসোসিয়েশন” এর বর্ণিল অভিষেক || বৃহত্তর ইয়াবা চালানসহ পাচারকারী তাহের আটক হলেও মালিক শাহজালাল অধরা! || আমিরাতে প্রেসক্লাবের উদ্যোগে ও দূতাবাসের সহযোগিতায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত || উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ || আমরা বিশ্বাস করি নির্বাচনে অধিকাংশ আসন পাবে ধানের শীষ: তারেক রহমান || আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক || পরাজিত শক্তি বিভিন্নভাবে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে: গাজী আতাউর || মাইলস্টোনে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন মা || ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার পৌনে ১৩ কোটি বাড়ছে ভোটকেন্দ্র || চট্টগ্রামে সমাবেশ রোববার, এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির || এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে উত্তপ্ত কক্সবাজার || শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা || সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ || প্রকাশিত হলো ‘তারেক রহমান দ্যা হোপ অব বাংলাদেশ’ ||

ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বজুড়ে কী প্রভাব পড়বে

আন্তর্জাতীক ডেস্ক।। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ যাত্রাপথ- হরমুজ প্রণালি, এটি বন্ধ করার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে ইরানের প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

হরমুজ প্রণালি। ছবি- সংগৃহীতহরমুজ প্রণালি। ছবি- সংগৃহীত

রোববার (২২ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের অনুমোদনের পর হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে, ইরানের আইনপ্রণেতা ও বিপ্লবী গার্ডের কমান্ডার ইসমাইল কোসারি রোববার ইয়ং জার্নালিস্ট ক্লাবকে বলেন, ‘এটি আমাদের মাথায় রয়েছে, প্রয়োজন পড়লে যেকোনো সময় এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।’

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন যে পরিমাণ তেল ও গ্যাস পারাপর করা হয়, তা বৈশ্বিক জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ করে। সুতরাং এই প্রণালী বন্ধ হলে বিশ্ব বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এর আগে ইসরায়েল-ইরানের মধ্যেকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর প্রশ্ন উঠেছিল, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে।

সবচেয়ে সংকীর্ণ অংশে হরমুজ প্রণালি মাত্র ৪০ কিলোমিটার প্রশস্ত যেখান দিয়ে পৃথিবীর প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয়।

ইরানের নৌবাহিনীর কমান্ডারের মতে, ইরান এই প্রণালি বন্ধ করার কথা বিবেচনা করতে পারে।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইসিক্স-এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়োঙ্গার সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, ‘প্রণালি বন্ধ করা স্পষ্টতই একটা অবিশ্বাস্য অর্থনৈতিক সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ এর প্রভাব পড়বে তেলের দামের ওপর।’

এদিকে ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি সতর্ক করে সোশ্যাল প্ল্যাটফর্ম টেলিগ্রামে কায়হানের এক বার্তায় বলেছেন, ‘কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাবো। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে।’

অন্যদিকে ইরান যদি প্রণালিটি বন্ধ করে তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।

বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত কার্যকর হলে শুধু জ্বালানির বাজারে অস্থিরতা নয়, পুরো মধ্যপ্রাচ্যেই সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শক সংস্থা ভরটেক্সার তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল, কনডেনসেট এবং জ্বালানি এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। বিশ্বের অন্যতম বড় তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানিকারক দেশ কাতারও এই প্রণালীর ওপর নির্ভরশীল।

ইআইএ’র তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জ্বালানি ও তেলের প্রায় শতকরা ৮২ ভাগের গন্তব্য এশিয়ার বিভিন্ন দেশে৷ চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া এই চারটি দেশ সম্মিলিতভাবে এই প্রণালী দিয়ে যাওয়া তেল ও কনডেনসেটের প্রায় ৭০ ভাগ আমদানি করে৷ পথটি বন্ধ হলে এ দেশগুলো সবচেয়ে ক্ষতিতে পড়বে।

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *