বিজিবি জানায়, ৩০ জুন বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির বালুখালী বিওপির একটি টহল দল রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। আনুমানিক ৩টা ৩০ মিনিটে দুই ব্যক্তি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার মৃত হোসাইনের ছেলে মো. মামুন (২৬) ও একই এলাকার আহমেদ হোসেনের ছেলে মো. সৈয়দুল বসর (২৮)।
তাদের সঙ্গে থাকা মাছের ঝুড়ির ভেতরে লুঙ্গিতে প্যাঁচানো অবস্থায় দুইটি প্যাকেটে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, প্রাথমিকভাবে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে এবং ইয়াবাসহ তাদের উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, সীমান্তের মাদকদ্রব্য পাচার প্রতিরোধে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।